রেড রোডে কার্নিভাল দেখে মুগ্ধ বিদেশিরাও

Last Updated:

রেড রোডের কার্নিভাল দেখতে এদিন হাজির ছিলেন বিভিন্ন দেশ থেকে আসা বিদেশিরাও ৷

#কলকাতা: গত বছরই প্রথমবার শো-কেস হয়েছিল এমন কার্নিভাল ৷ দুর্গা পুজোর বিসর্জনকে ঘিরে এমন কার্নিভাল তার আগে দেখেনি বাংলার মানুষ ৷ এবার দ্বিতীয় বছরে জাঁকজমক এবং আড়ম্বরে প্রথম বছরকেও ছাপিয়ে গেল এই কার্নিভাল ৷
রেড রোডে মঙ্গলবার আয়োজন হয়েছিল এই মহাযজ্ঞের ৷ অংশ নিয়েছিল কলকাতা ও আশপাশের ৬৭টি বাছাই করা পুজো ৷ প্রায় ২৫ হাজার মানুষের কাছে এদিন পারফর্ম করে পুজো কমিটিগুলি ৷ অনূর্ধ্ব-১৭ ফিফা বিশ্বকাপ শুরু হবে আর ক’দিনের মধ্যেই ৷ অধিকাংশের পারফরম্যান্সেই তাই দেখা গিয়েছে ফুটবল থিম ৷ জাঁকজমকপূর্ণ কার্নিভালের মাধ্যমে বাঙালির শ্রেষ্ঠ উৎসবকে দুনিয়ার দরবারে তুলে ধরাই টার্গেট রাজ্য সরকারের। সেই কাজে মঙ্গলবার লেটার মার্কস নিয়ে পাশ রাজ্য সরকার ৷
advertisement
রেড রোডের কার্নিভাল দেখতে এদিন হাজির ছিলেন বিভিন্ন দেশ থেকে আসা বিদেশিরাও ৷ ৬৭ টি পুজো কমিটির শোভাযাত্রা দেখে তাঁরাও উচ্ছ্বসিত ৷ এদিনের কার্নিভালে হাজির ছিলেন ৫০ জনের বেশি বিদেশি। এ ছাড়াও, ইতালি, আমেরিকা, রাশিয়া, চিন, জার্মানি, ব্রিটেন, বাংলাদেশ-সহ বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
রেড রোডে উপস্থিত ছিল ফিফা-র একটি প্রতিনিধি দল। তাদের সঙ্গে ছিলেন চিলি ও ইংল্যান্ডের যুব বিশ্বকাপ দলের কয়েক জন কর্মকর্তা এবং খেলোয়াড়ও।
advertisement
advertisement
DLOmiKCU8AAqYRw
দর্শকদের জন্য রেড রোডের ধারে তৈরি হয়েছিল কুড়ি হাজার আসনের অস্থায়ী গ্যালারি। ব্যারিকেডের পিছনে দাঁড়িয়েও শোভাযাত্রা দেখেছেন বহু মানুষ।
নিয়মমতো প্রতি পুজো কমিটির সর্বাধিক ৫০ জন ছিলেন শোভাযাত্রায় ৷ প্রতিটি পুজোর ৪টি করে গাড়ি ব্যবহারের অনুমতি ছিল ৷ পুলিশ মেমোরিয়াল পর্যন্ত শোভাযাত্রা যায় ৷ মুখ্যমন্ত্রীর সামনে সংক্ষিপ্ত পারফর্ম করে পুজো কমিটিগুলি ৷ কাঁটায় কাঁটায় ৪টে ৫৫ মিনিটে ‘চেতলা আলাপী’র শোভাযাত্রা দিয়ে শুরু হয় কার্নিভাল। তার পরে গায়ক অভিজিতের ঢাক আর শুভশ্রীর নাচ দিয়ে আসরে হাজির ‘শ্রীভূমি’। পিছনে বড়-ছোট-মাঝারি মিলিয়ে একে একে ৬৬টি পুজোর শোভাযাত্রা চলে রেড রোডে তিন ঘণ্টা ধরে।
advertisement
Durga Puja Carnival
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রেড রোডে কার্নিভাল দেখে মুগ্ধ বিদেশিরাও
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement