Belgharia Teacher Harassment: প্রতিবাদী শিক্ষককে রাস্তায় ঘিরে ধরে মার! বেলঘড়িয়া কাণ্ডে পুলিশের জালে এক তরুণী সহ ৪

Last Updated:

এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়৷ একজন শিক্ষককে এ ভাবে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর৷

বেলঘড়িয়ায় রাস্তার উপরে শিক্ষককে মার (বাঁদিকে)৷ শিক্ষককে হেনস্থায় ধৃত মাদিরা মুখোপাধ্যায়৷
বেলঘড়িয়ায় রাস্তার উপরে শিক্ষককে মার (বাঁদিকে)৷ শিক্ষককে হেনস্থায় ধৃত মাদিরা মুখোপাধ্যায়৷
সুবীর দে, বেলঘড়িয়া: বেলঘড়িয়ায় শিক্ষককে মারধরের ঘটনায় চারজন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে৷ বেলঘড়িয়া সংলগ্ন নিমতা এলাকা থেকেই প্রত্যেককে গ্রেফতার করা হয়৷
এ দিন ভোরেই একটি বাড়িতে কালী পুজো সেরে নিজের বেলঘড়িয়ার নন্দননগর এলাকায় বাড়িতে ফিরছিলেন ওই নিরুপম পাল নামে ওই অঙ্কন শিক্ষক৷ ফেরার সময় রাস্তার উপরে কয়েকজন তরুণ-তরুণীকে মদ্যপান করতে দেখেন তিনি৷ অভিযোগ, এর পরই নিরুপমবাবুকে বেধড়ক মারধর করতে শুরু করে অভিযুক্ত তরুণ-তরুণীরা৷ চড়, থাপ্পড় থেকে শুরু করে কিল, ঘুসি কোনও কিছুই বাদ যায়নি৷ গোটা ঘটনা ধরা পড়ে সিসিটিভি-তে৷ এর পরই স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে প্রতিবাদ করতেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালায়৷
advertisement
এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়৷ একজন শিক্ষককে এ ভাবে মারধরের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক চাপানউতোর৷ বেলঘড়িয়া থানায় অভিযোগ দায়ের করে আক্রান্ত শিক্ষকের পরিবার৷ ঘটনার পরই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের খোঁজ শুরু করে বেলঘড়িয়া থানার পুলিশ৷
advertisement
advertisement
তল্লাশি শুরুর কিছুক্ষণের মধ্যেই এক তরুণী সহ চার জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ৷ ধৃতদের নাম মদিরা মুখোপাধ্যায়, জয়, অভয় এবং পাপাই৷ ধৃতদের জেরা করে বাকি অভিযুক্তদের নাগাল পাওয়ার চেষ্টা করছে পুলিশ৷
এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত আক্রান্ত শিক্ষক নিরুপম পাল এবং তাঁর পরিবার৷ এলাকার কাউন্সিলর তপন আচার্যের দাবি, এর আগেও এলাকায় কিছু যুবক-যুবতী রাস্তার উপরে এ ভাবে মদ্যপান করত৷ তাঁর হস্তক্ষেপে ওই যুবক-যুবতীদের এলাকা থেকে বের করে দেওয়া হয়৷ যদিও স্থানীয় সিপিএম এবং বিজেপি নেতৃত্বের অভিযোগ, শাসক দলের প্রশ্রয়েই এলাকায় অসামাজিক কাজকর্ম দিন দিন বাড়ছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Belgharia Teacher Harassment: প্রতিবাদী শিক্ষককে রাস্তায় ঘিরে ধরে মার! বেলঘড়িয়া কাণ্ডে পুলিশের জালে এক তরুণী সহ ৪
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement