বেটন ফাইনালে মুখোমুখি ভারতীয় হকির দুই প্রজন্ম !

Last Updated:

বেটন ফাইনালে ভারতীয় হকির ভবিষ‍্যতের সামনে সায়াহ্নের প্রজন্ম।

#কলকাতা: বেটন ফাইনালে ভারতীয় হকির ভবিষ‍্যতের সামনে সায়াহ্নের প্রজন্ম। শনিবার সেমিফাইনালে প্রত‍্যাশামতই পঞ্জাব অ‍্যান্ড সিন্ধ ব‍্যাঙ্ককে উড়িয়ে দিল ভারত পেট্রোলিয়াম। হরজিৎ, হরমনপ্রীতদের নিয়ে সদ‍্য জুনিয়র হকি বিশ্বসেরা উঠতিদের ছড়াছড়ি পেট্রোলিয়াম দলে। ম‍্যাচের ফল ৫-২।
বক্সিং ডে-র দুপুরে সল্টলেক সাই ক‍্যাম্পাসে ১২১-তম বেটনের দ্বিতীয় সেমিফাইনালের খেলাও অনেক হাড্ডাহাড্ডির হল। উত্থানপতনে ঘেরা ম‍্যাচে ওএনজিসি-কে ৫-৩ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পেল ইন্ডিয়ান অয়েল। যে দলে আবার রঘুনাথ, প্রভজ‍্যোৎ, দীপকদের মত তারকাদের ভিড়। একা দীপক ঠাকুরই জোড়া গোল করলেন, আরেকটা করালেন। জুনিয়রদের বিরুদ্ধে ফাইনালকে অন‍্য চ‍্যালেঞ্জ হিসেবেই দেখছেন দীপকরা।
advertisement
এদিকে  অসুস্থ আম্পায়ারের সাহায‍্যে এগিয়ে এলেন সতীর্থরা। মানবিকতার তাই নতুন দৃষ্টান্ত স্থানীয় ক্রিকেটে। সোমবার সিএবি আম্পায়ার অজিত দত্তের দিকে সাহায‍্যের হাত বাড়িয়ে দিলেন অন‍্য আম্পায়ার এবং অবজার্ভাররা। একটি বেসরকারি হাসপাতালে ক’দিন আগেই বাইপাস হয় ক্রিকেট আম্পায়ার এবং ফুটবলের রেফারি অজিত দত্তের। সোমবার তাঁর সঙ্গে দেখা করেন সিএবি কোষাধ‍্যক্ষ বিশ্বরূপ দে। অজিতবাবুর হাতে তুলে দেওয়া হয় ৫৬ হাজার টাকা। ব‍্যক্তিগত উদ‍্যোগে যা সংগ্রহ করেছেন সিএবি-র আম্পায়ার এবং অবজার্ভাররা।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বেটন ফাইনালে মুখোমুখি ভারতীয় হকির দুই প্রজন্ম !
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement