বক্তব্যে অসঙ্গতি থাকলেও পাভলভে ভালই আছেন শুভব্রত

Last Updated:

বক্তব্যে অসঙ্গতি থাকলেও পাভলভে আপাতত ভালই আছেন শুভব্রত মজুমদার।

#কলকাতা: বক্তব্যে অসঙ্গতি থাকলেও পাভলভে আপাতত ভালই আছেন শুভব্রত মজুমদার। মাঝে মাঝে নিজের মনেই কথা বলছেন তিনি। তবে মৃত বীণা মজুমদারের শরীর থেকে কে বা কারা কিডনি, ফুসফুস বার করল সে নিয়ে বিভিন্ন সময় ভিন্ন কথা বলছেন শুভব্রত। প্রশ্নের মাধ্যমে তাকে বিব্রত না করে স্বাভাবিক জীবনযাপন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। এর ফলে হারিয়ে যাওয়া স্মৃতি ফিরে আসা সম্ভব বলে মনে করেন পাভলভের মনোচিকিৎসকরা। আজ স্বাভাবিক খাবারও খেয়েছেন ৷ রাতে ভাল ঘুমও হয়েছে শুভব্রতর বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷
পাভলভে শুভব্রতর কথায় নানা অসঙ্গতি ধরা পড়েছে ৷ মায়ের ভিসেরা পরীক্ষার পাশাপাশি দেহ সেলাই নিয়েও কথায় অসঙ্গতি রয়েছে ৷ কখনও বলছেন শুভব্রতই এ কাজ করেছেন ৷ পুলিশ মর্গের ডোম মৃতদেহ সেলাই করেছেন ৷ চিকিৎসকদের কাছে একথাও বলছেন শুভব্রত ৷
পাভলভের মনো চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন জেমস লঙ সরণির শুভব্রত মজুমদার। তিনি স্কিৎজো এফেকটিভ ডিসঅর্ডারে আক্রান্ত বলে প্রাথমিক অনুমান পাভলভের সাইক্রিয়াটি বিভাগের প্রধান ডাক্তার সৃজিত ঘোষের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বক্তব্যে অসঙ্গতি থাকলেও পাভলভে ভালই আছেন শুভব্রত
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement