Barrackpore Metro: ব্যারাকপুর পর্যন্ত মেট্রো চালানো কি সম্ভব হবে? চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে শীঘ্রই

Last Updated:

মেট্রো, RVNL, ছয় পুরসভা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে আজ, শুক্রবার রয়েছে বৈঠক। বৈঠক করবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

ব্যারাকপুর পর্যন্ত মেট্রো চালানো কি আদৌ সম্ভব? (Representative File Image)
ব্যারাকপুর পর্যন্ত মেট্রো চালানো কি আদৌ সম্ভব? (Representative File Image)
আবীর ঘোষাল, কলকাতা: ব্যারাকপুর পর্যন্ত মেট্রো চালানো কি আদৌ সম্ভব? চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে আজ, শুক্রবার। মেট্রো, RVNL, ছয় পুরসভা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের নিয়ে আজ রয়েছে বৈঠক।
বৈঠক করবেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। বরাহনগর থেকে ব্যারাকপুর পর্যন্ত প্রস্তাবিত এই মেট্রো লাইনের দৈর্ঘ্য হবে প্রায় ১২.৫ কিমি। এই প্রকল্পে প্রধান অসুবিধা হল বি টি রোড থেকে জলের পাইপ লাইন সরানো। বি টি রোডের নীচে রয়েছে ৪২ থেকে ৭২ ইঞ্চি ব্যাসের ছ’টি বড় পাইপলাইন।
advertisement
advertisement
মেট্রোর পিলার বসানোর জন্য অন্তত তিনটি সরাতেই হবে। প্রস্তাব, এর পরিবর্তে বসানো হোক দু’টি ৯০ ইঞ্চি পাইপ। তবে এত বড় ব্যাসের পাইপ বসানো আদৌ সম্ভব কি না তা নিয়েও সংশয়। প্রয়োজনে মাইক্রো-পাইলিং বা বিকল্প কোনও প্রযুক্তির সাহায্য নিতে হতে পারে, তার জন্য চাই ফিজিবিলিটি টেস্ট। এই কাজ করতে গেলে বিপুল অর্থের প্রয়োজন। সেই অর্থ কে দেবে তা নিয়েও থাকছে প্রশ্ন।
advertisement
ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণকে এই প্রকল্প চালু করতে চেয়ে চিঠি দিয়েছিলেন। তারপরেই ফের শুরু হয় আলোচনা। রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ঘোষণা করেছিলেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Barrackpore Metro: ব্যারাকপুর পর্যন্ত মেট্রো চালানো কি সম্ভব হবে? চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে শীঘ্রই
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement