Junior Doctors: সাসপেনশন খারিজ বর্ধমান মেডিকেল কলেজের সাসপেন্ডেড জুনিয়র ডাক্তারদের! ‘ব্যবস্থা নেওয়া হোক’, মুখ্য সচিবকে চিঠি
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
Junior Doctors: বর্ধমান মেডিকেল কলেজের সাসপেন্ডেড জুনিয়র ডাক্তারদের হাইকোর্টের সাসপেনশন খারিজ হওয়া নিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের।
কলকাতা: বর্ধমান মেডিকেল কলেজের সাসপেন্ডেড জুনিয়র ডাক্তারদের হাইকোর্টের সাসপেনশন খারিজ হওয়া নিয়ে রাজ্যের মুখ্য সচিবকে চিঠি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। পাশাপাশি দিনহাটা মিউনিসিপালিটির ভাইস চেয়ারম্যানের আচরণ নিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য সচিবকে আবেদন জানিয়ে চিঠি লিখেছে অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস।
প্রসঙ্গত, সাসপেনশন খারিজ হয়ে গিয়েছে বর্ধমান মেডিকেল কলেজের সাসপেন্ডেড জুনিয়র ডাক্তারদের। গত শুনানিতে বর্ধমান মেডিকেল কলেজের পক্ষ থেকে কোনও আইনজীবী উপস্থিত ছিল না। আগামী ১১ তারিখের শুনানিতে আইনজীবীর উপস্থিতি সুনিশ্চিত করার বিষয় আবেদন জানান হয়।
advertisement
advertisement
সেইসঙ্গে, দিনহাটা মিউনিসিপালিটি ভাইস চেয়ারম্যানের আচরণ নিয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে স্বাস্থ্য সচিবকে চিঠি দিয়েছে অ্যাসোসিয়েশন অফ হেলথ্ সার্ভিস ডক্টরস এর। চিঠিতে জানান হয়েছে, যে ঘটনা প্রকাশ্য এসেছে তা অত্যন্ত নিন্দনীয়।
advertisement
জনপ্রতিনিধির অনেক বেশি দায়িত্ববান হওয়া উচিত। রাজ্যের বিভিন্ন হাসপাতালে দেখা যাচ্ছে সেই দায়িত্ব পালন না করে বরং দায়িত্বজ্ঞানহীন আচরণ করে মানুষকে প্ররোচনা দেওয়া হচ্ছে। অবিলম্বে স্বাস্থ্য সচিবকে এই বিষয়ে কড়া ব্যবস্থা নেওয়ার আবেদন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 10, 2024 3:27 PM IST