টেটের ফল প্রকাশের দাবিতে বারাসতে বিক্ষোভ
Last Updated:
কবে বের হবে টেট পরীক্ষার ফল ? জিজ্ঞাসা একটাই ৷ আর সেই প্রশ্নের উত্তর পেতেই বিক্ষোভে সামিল হয়েছিলেন পরীক্ষার্থীরা ৷ তাঁদের
#বারাসত: কবে বের হবে টেট পরীক্ষার ফল ? জিজ্ঞাসা একটাই ৷ আর সেই প্রশ্নের উত্তর পেতেই বিক্ষোভে সামিল হয়েছিলেন পরীক্ষার্থীরা ৷ তাঁদের দাবী একটাই, জানিয়ে দেওয়া হোক টেটের ফলপ্রকাশের তারিখ ৷
বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে, বারাসতের প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে৷ বিক্ষোভকারীদের অফিসে ঢুকতে বাধা দেওয়া হয় ৷ পরে বিক্ষোভে ফেটে পড়ে প্রতিবাদীরা বারাসত কেএমসি রোড অবরোধ করে ৷
পরে পুলিশ পরিস্থিতি সামলাতে এলে, পুলিসের সঙ্গে ধস্তাধস্তি শুরু করে বিক্ষোভকারীরা ৷
advertisement
কলকাতা হাইকোর্টের নির্দেশে ভালমতোই স্বস্তি পেয়েছিলেন টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা ৷ গত বুধবার হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় টেট উত্তীর্ণ সব পরীক্ষার্থীদেরই ইন্টারভিউতে বসার সুযোগ দেওয়ার নির্দেশ দেন ৷ কিন্তু কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পরেও টেট উত্তীর্ণরা আদৌ ইন্টারভিউয়ে বসার সুযোগ পাবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা এখনও মিটছে না ৷ কারণ পর্ষদের পক্ষ থেক দাবি করা হয়েছে যে আদালতের রায়ের কপি এখনও তারা হাতে পাননি ৷ এর ফলে স্বভাবতই ফের কপালে চিন্তার ভাঁজ টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের ৷ এর জন্য পুনরায় আদালতের দ্বারস্থ হওয়ার কথাও ভাবছেন তাঁরা ৷
advertisement
টেটের ফল প্রকাশের পরেই পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে সাত দিনের মধ্যে অনলাইনে পরীক্ষায় উত্তীর্ণদের চাকরির জন্য আবেদন করতে হবে ৷ অনলাইনে যেসব পরীক্ষার্থীরা আবেদন করতে সক্ষম হয়েছিলেন, শুধুমাত্র তাঁদেরই ইন্টারভিউতে ডাকে পর্ষদ ৷ ৭ অক্টোবর ছিল অনলাইনে আবেদনের শেষ দিন ৷ সার্ভারের সমস্যায় ফর্মফিলাপে বেশ কিছু সমস্যার সম্মুখীন হন বহু পরীক্ষার্থী ৷ কেউ কেউ আবার পরীক্ষার ফি জমা দিতে সমস্যায় পড়েন ৷ পুজোর ছুটি চলায় পর্ষদ অফিসের সাহায্য নেওয়া সম্ভব হয়নি বলে অভিযোগ জানান অনেকে ৷ কিন্তু, এসমস্ত পরীক্ষার্থীদের আর সুযোগ না দিয়েই পর্ষদ জানিয়ে দেয়, পূর্বে উল্লেখিত সময়সীমায় যাঁরা আবেদন করেছেন, একমাত্র তাঁরাই ইন্টারভিউয়ের জন্য ডাক পাবেন। এর ফলে রাজ্যের বিভিন্ন জেলায় বহু টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরাই ইন্টারভিউয়ে বসার সুযোগ হারান।
advertisement
রায়ের কপি হাতে না পাওয়ার বিষয় পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানান, “হাইকোর্টের যে মামলার কথা বলা হচ্ছে, তাতে পর্ষদের পক্ষ থেকে কোনও পার্টি ছিল না। রায়ের কপিও তাঁদের হাতে আসেনি। পর্ষদের আইনজীবীরা বিষয়টি খতিয়ে দেখছেন।”
এদিকে পর্ষদের আদালতের রায়ের কপি হাতে না পাওয়ার দাবিতে স্বভাবতই হতাশ পরীক্ষার্থীরা ৷ জেলার পরীক্ষার্থীরা অনেকেই কলকাতার পর্ষদের অফিসে এসেছিলেন ৷ সেখানে তাঁদের ঢুকতে পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ ৷ স্পিডপোস্টের মারফত রায়ের কপি পাঠানো হয়েছে ৷ এরপরেও পর্ষদ আদালতের রায় অনুযায়ী টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের ইন্টারভিউয়ে বসার সুযোগ না দিলে ফের হাইকোর্টে মামলা করার ব্যাপারে তাঁর চিন্তাভাবনা করছেন বলে জানিয়েছেন পরীক্ষার্থীরা ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 16, 2016 4:33 PM IST