Kolkata Airport: বরাহনগরের প্রতিমা এবার শোভা বাড়াবে দমদম বিমানবন্দরের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Written by:Onkar Sarkar
Last Updated:
Durga Idol in Kolkata Airport: প্রতিমাটি তৈরি করেছিলেন সিলিকন শিল্পী সুবিমল দাস। সেই দুর্গা মূর্তি এবার স্থান পেয়েছে কলকাতার বিমানবন্দরে।
ওঙ্কার সরকার, কলকাতা: ইউনেস্কো থেকে হেরিটেজ তকমা পাওয়ার পর বাংলার দুর্গাপুজো এবার স্থান পেল কলকাতা বিমানবন্দরে ৷ নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বসল দেবী দুর্গার প্রতিমা। বরানগরের ন-পাড়া দাদা ভাই সংঘের ২০২২ সালের থিম হয়েছিল সিলিকনের দুর্গামূর্তি। প্রতিমাটি তৈরি করেছিলেন সিলিকন শিল্পী সুবিমল দাস। সেই দুর্গা মূর্তি এবার স্থান পেয়েছে কলকাতার বিমানবন্দরে। বিমান বন্দরে ঢুকে ফাইনাল চেক ইন করে বাঁ-দিকে তাকালেই চোখে পড়বে বাংলার অন্যতম ঐতিহ্য। যা নিয়ে রীতিমত উচ্ছ্বসিত বরাহনগর এলাকার মানুষ।
ওই এলাকার স্থানীয় কাউন্সিলর এবং অন্যতম উদ্যোক্তা অঞ্জন পাল জানান, “দেখুন ইউনেস্কো ইতিমধ্যেই আমাদের দুর্গাপুজোকে হেরিটেজ ঘোষণা করেছে। সেবারেই আমাদের এরকম ইউনিক একটা ভাবনা ছিল পুজোর। আমি কোনওভাবেই সিলিকনের দুর্গামূর্তি বিসর্জন দিতে চাইনি। আবার সেটাকে সংরক্ষণ করার মতো ক্ষমতাও আমাদের নেই। তাই আমার উদ্দেশ্য ছিল মা দুর্গাকে এমন একটা জায়গায় স্থাপিত করা যেখানে রাখলে দেশ-বিদেশের মানুষ দেখতে পারবেন। সেখানে দাঁড়িয়ে বিমানবন্দরের থেকে ভাল জায়গা আর কী হতে পারে ৷’’
advertisement
advertisement

ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সম্মান পেয়ে সারা বিশ্বে নাম ছড়িয়ে পড়েছে দুর্গাপুজোর। তার পাশাপাশি আন্তর্জাতিক বিমানবন্দরে এবার স্থান পেল বাংলার দুর্গাপুজো। অঞ্জনবাবু জানালেন, “এর আগে আমাদের ২০২১ সালের প্রতিমা রবীন্দ্র সরোবরের আর্ট গ্যালারিতে রয়েছে। এবারে আমাদের সিলিকনের প্রতিমা সারা ভারতে সাড়া ফেলেছিল। দেশ-বিদেশের মানুষের কাছে পৌঁছানোর জন্য আমি বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি। বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের মন্ত্রকের সঙ্গে কথা বলে আভ্যন্তরীণ অনুমতি নিয়ে আমাকে জানায়। তারপরেই গত ৯ মার্চ প্রতিমাটি স্থাপন করা হয় বিমানবন্দরে।’’
advertisement
ইতিমধ্যেই প্রতিমার সামনে দাঁড়িয়ে শুরু হয়ে গিয়েছে ফটোসেশন। তবে প্রতিমা সংরক্ষণ করার জন্য চারদিকে রেলিং দেওয়ার কাজটা এখনও বাকি রয়েছে বলে জানালেন অঞ্জনবাবু। রেলিং দেওয়ার কাজ শেষ হলেই তৈরি করে দেওয়া হবে সেলফি জোন। দেশ-বিদেশের মানুষ যাতায়াত করার সময় চাক্ষুষ করতে পারবেন সিলিকনের মা দুর্গাকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 22, 2023 9:08 AM IST