সময় লাগল সাড়ে পাঁচ মাস, সোজা হল, কাত হয়ে যাওয়া বাংলাদেশি জাহাজ
- Published by:Debamoy Ghosh
Last Updated:
জাহাজটি আধডোবা অবস্থায় যেখানে পড়ে গিয়েছিল, সেখানে জলের গভীরতা ছিল সাত মিটার।
#কলকাতা: সাড়ে ৫ মাস পরে বন্দরে অর্ধেক ডুবে যাওয়া জাহাজ তোলা হল। ডুবে যাওয়া ১৬৫ কন্টেনার তোলা হল।আজ ফের জাহাজকে নেতাজি সুভাষ ডকে পাঠানো হল।এবার ব্যবহার করা যাবে ৫ নম্বর বার্থ।
বাংলাদেশি জাহাজ এম ভি মেরিন ট্রাস্ট ১৬৫টি কন্টেনার নিয়ে কাত হয়ে যায়। আপাতত স্বাভাবিক হল কলকাতা বন্দর।বন্দর সূত্রে জানা গিয়েছে, আগে এমন ঘটনা ঘটেনি। চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল এই পণ্যবাহী জাহাজের। যাত্রার দিনই সকাল ৯টা নাগাদ জাহাজে কন্টেনার তোলার কাজ শেষ হয়। আর তার ২ ঘণ্টা বাদেই আচমকা কাত হয়ে ডুবতে শুরু করে এমভি মেরিন ট্রাস্ট। যা নিয়ে তদন্ত শুরু করেছিল বন্দর কর্তৃপক্ষ।
advertisement
advertisement
প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জাহাজের ডেকে কন্টেনারগুলি ঠিকমতো না রাখার ফলেই ভারসাম্য হারিয়ে সেটি উল্টে গিয়েছিল। জাহাজে মোট ১৬৫টি কন্টেনার ছিল। সব মিলিয়ে কন্টেনারগুলির ওজন ছিল ৩,০৮৯ টন। জানা গিয়েছিল ১৮টি কন্টেনার জলের তলায় চলে গিয়েছিল। আর ১০টি ভাসছিল জলে। উদ্ধারকাজে নামানো হয়েছিল ভাসমান ক্রেন। লকগেট থাকায় অবশ্য কন্টেনারগুলি ভেসে চলে যাওয়ার উপায় ছিল না। তবে ভিতরের পণ্য কতটা ঠিক থাকবে, তা নিয়ে সন্দেহ ছিল। জানা গিয়েছে, তার মধ্যে সুতো, কনজিউমার সামগ্রী ছিল।
advertisement
কলকাতা বন্দরের নেতাজি সুভাষ ডকের ৫ নম্বর বার্থে নোঙর করা একটি বাংলাদেশি জাহাজ আচমকা কাত হয়ে ডুবতে শুরু করে। জাহাজ থেকে ২৮টি কন্টেনার জলে পড়ে যায়। এমভি মেরিন ট্রাস্ট নামের ওই জাহাজে মোট ১৮ জন বাংলাদেশি নাবিক ছিলেন। বন্দর কর্তৃপক্ষ যুদ্ধকালীন তৎপরতায় ওই ডুবন্ত জাহাজ থেকে তাঁদের উদ্ধার করে। কারওরই কোনও ক্ষতি হয়নি।
advertisement
জাহাজটি আধডোবা অবস্থায় যেখানে পড়ে গিয়েছিল, সেখানে জলের গভীরতা ছিল সাত মিটার। ভেসে যাওয়া কন্টেনারগুলি তোলার কাজ শুরু হয়। জাহাজটিকেও অক্ষত অবস্থায় সোজা করার চেষ্টা চলছিল। এই কাজ সম্পূর্ণ হতে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট (এসএমপি) -এর ওই বার্থটি বন্ধ ছিল। নেতাজি সুভাষ ডকে মোট ২৮টি বার্থ ছিল। অন্য বার্থগুলিতে অবশ্য স্বাভাবিকভাবেই জাহাজে পণ্য ওঠানো-নামানোর কাজ চলছিল। আপাতত জাহাজ ফের জলে ভাসছে। মালিক জাহাজ ফেরত নিচ্ছেন। তবে উদ্ধার কাজের টাকা দিতে হবে বন্দর কর্তৃপক্ষকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 17, 2022 4:04 PM IST