Bangladesh India Relationship: পুড়ছে জামদানি শাড়ি...! এ কী দৃশ্য? করুণাময়ীতে কলকাতা-ঢাকা বাস স্ট্যান্ডে ধুন্ধুমার

Last Updated:

Bangladesh India Relationship: বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার ঘিরে অশান্তির আঁচ ভারতে। রবিবার সল্টলেকের কলকাতা, ঢাকা বাস স্ট্যান্ডে শুরু হয় তুমুল বিক্ষোভ। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও অত্যাচারের প্রতিবাদে জামদানি শাড়ি পুড়িয়ে বিক্ষোভ দেখালেন রাজ্যের বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি।

কলকাতা-ঢাকা বাস স্ট্যান্ডে ধুন্ধুমার
কলকাতা-ঢাকা বাস স্ট্যান্ডে ধুন্ধুমার
কলকাতা: বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার ঘিরে অশান্তির আঁচ ভারতে। রবিবার সল্টলেকের কলকাতা, ঢাকা বাস স্ট্যান্ডে শুরু হয় তুমুল বিক্ষোভ। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নিপীড়ন ও অত্যাচারের প্রতিবাদে জামদানি শাড়ি পুড়িয়ে বিক্ষোভ দেখালেন রাজ্যের বাঙালি হিন্দু সুরক্ষা সমিতি।
প্রতীকী এই বিক্ষোভে সামিল হয়েছিলেন বহু মানুষ। সল্টলেক করুনাময়ী থেকে ঢাকায় যে বাস ছাড়ে সেই বাস ঘিরেও বিক্ষোভ দেখতে শুরু করেন আন্দোলনকারীরা। পাশাপাশি পোড়ানো হল ঢাকার জামদানি শাড়ি।
বাংলাদেশের অস্থিরতার উত্তাপ ইতিমধ্যেই দেখা দিয়েছে ভারত তথা বাংলায়। ত্রিপুরার হোটেল মালিকরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হলে তারা বাংলাদেশিদের হোটেলে আশ্রয় দেবেন না। এবার একই পথে হেঁটেছে পাশের রাজ্য অসম।
advertisement
advertisement
অসমের হোটেল মালিকদের একাংশ, অসমের বরাক উপত্যকার হোটেল মালিক রা সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ না হলে তারা হোটেলে বাংলাদেশীদের আশ্রয় দেবেন না। বরাক উপত্যকার হোটেল এবং রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বাবুল রায় জানিয়েছেন, বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি ঘোরতর আমরা তাই সিদ্ধান্ত নিয়েছি সে দেশ থেকে আসা কোন নাগরিককে বরা উপত্যকার তিন জেলায় আশ্রয় দেব না যতদিন না পর্যন্ত সংখ্যালঘুদের প্রতি নির্যাতন বন্ধ হয়। এটাই আমাদের মতো করে প্রতিবাদ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Bangladesh India Relationship: পুড়ছে জামদানি শাড়ি...! এ কী দৃশ্য? করুণাময়ীতে কলকাতা-ঢাকা বাস স্ট্যান্ডে ধুন্ধুমার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement