Bangla News: মৃত্যুই যেন লেখা ছিল! ট্রেন এল ২ নম্বরে, প্রাণ বাঁচাতে সেই লাইনেই ঝাঁপ মহিলার! লেকটাউনে ভয়াবহ মৃত্যু
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
Bangla News: পুলিশ সূত্রে খবর, ট্রেন চলে আসায় প্রাণ সংশয়ে ৫ নম্বর দক্ষিণদাড়ি ব্রিজের উপর থেকে ঝাঁপ দিয়ে পড়ে মৃত্যু হয় ওই মহিলার।
কলকাতা: লেকটাউন দক্ষিণদাঁড়িতে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু। মরদেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাতটা নাগাদ। পুলিশ সূত্রে খবর, ট্রেন চলে আসায় প্রাণ সংশয়ে ৫ নম্বর দক্ষিণদাড়ি ব্রিজের উপর থেকে ঝাঁপ দিয়ে পড়ে মৃত্যু হয় ওই মহিলার।
মৃতার নাম সুষমা প্রসাদ, বাড়ি নেহেরু কলোনিতে। ঘটনার পর লেকটাউন থানার পুলিশ দেহটিকে উদ্ধার করে আরজি কর হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। ট্রেনের হর্ন শুনে প্রাণ বাঁচাতে ৫ নম্বর দক্ষিণদাড়ির রেল ব্রিজের উপর থেকে নিচে ঝাঁপ দিয়ে পড়েন তিনি। সেখানেই মৃত্যু হয় নেহেরু কলোনির বাসিন্দা সুষমা প্রসাদের।
আরও পড়ুন: সন্তানকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তি করবেন? ফর্ম পূরণের সময় কী কী নথি লাগবেই জানেন তো? জরুরি খবর জানুন
এদিন সকাল ৭টা নাগাদ ট্রেনে করে উল্টোডাঙ্গায় আসেন ওই মহিলা। রেললাইন ধরে স্বামী-স্ত্রী দক্ষিণদাড়ির দিকে এক নম্বর লাইন ধরে পায়ে হেঁটে আসার সময় ঠিক দক্ষিণদাড়ি পাঁচ নম্বর ব্রিজের কাছে দু’নম্বর লাইনে ট্রেন চলে আসে।
advertisement
advertisement
আরও পড়ুন: ৯ মাস ধরে মহাকাশে সুনীতার সঙ্গী, বুচ উইলমোর নভশ্চর হওয়ার আগে কী করতেন জানেন? জানলে অবিশ্বাস্য মনে হবে!
হঠাৎ করে ট্রেন হর্ন বাজালে মহিলা ভাবেন এক নম্বরে ট্রেন চলে এসেছে। প্রাণ বাঁচাতে রেললাইনের মাঝে ব্রিজের উপর ফাঁকা দিয়ে নিচে লাফ দেন। ট্রেনের নীচে চলে যান তিনি। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন ডাক্তার।
advertisement
অনুপ চক্রবর্তী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 21, 2025 10:34 AM IST