Bangla News: প্রতীক্ষার অবসান, রাজ্য নির্বাচন কমিশনের নতুন কমিশনার রাজীব সিনহা
- Written by:VENKATESHWAR LAHIRI
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Bangla News: রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং নবান্নের মধ্যে এই নিয়ে টানাপোড়েনের পর শেষ পর্যন্ত রাজভবনের সবুজ সংকেত মেলায় রাজ্য নির্বাচন কমিশনের নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সেই রাজীব সিনহাই।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: প্রতীক্ষার অবসান। শেষ পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের নতুন কমিশনার পদে নিযুক্ত হলেন রাজীব সিনহা। বুধবার দপ্তরের দায়িত্বভার গ্রহণ করলেন তিনি। রাজ্য সরকার নির্বাচন কমিশনার হিসেবে রাজীব সিনহার নাম প্রস্তাব করে পাঠিয়েছিল। কিন্তু প্রথমে রাজ্যপাল সেই প্রস্তাবে অনুমোদন দেননি।
রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং নবান্নের মধ্যে এই নিয়ে টানাপোড়েনের পর শেষ পর্যন্ত রাজভবনের সবুজ সংকেত মেলায় রাজ্য নির্বাচন কমিশনের নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন সেই রাজীব সিনহাই। রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কবে হবে? দায়িত্বভার নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হলে রাজীব সিনাকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন,’ এখনও আমার দপ্তর এ ব্যাপারে কিছু জানেনা। রাজ্য সরকারই নির্বাচনের দিনক্ষণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সরকারের সঙ্গে আলোচনার পরেই পঞ্চায়েত ভোটের দিন জানানো হবে’।
advertisement
advertisement
রাজ্য নির্বাচন কমিশনের নতুন কমিশনার রাজীব সিনহা নিজের দপ্তরে সংবাদমাধ্যমকে বলেন,’আমাদের মূল কাজ সুষ্ঠুভাবে নির্বাচন করানো। দিন ঘোষণার বিষয়টি এককভাবে নয়, সরকারের সঙ্গে যৌথ আলোচনাক্রমেই ঠিক হয়।
advertisement
রাজ্য নির্বাচন কমিশন নিয়ম মেনেই সব কাজ করবে’। প্রসঙ্গত, গত মাসের ২৮ তারিখ রাজ্য নির্বাচন কমিশনারের মেয়াদ শেষ হওয়ার পর আজই সেই পদে সৌরভ দাসের পর রাজীব সিনহা পরবর্তী নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 07, 2023 7:15 PM IST









