Ballygunge Military Camp: খেলতে খেলতে হঠাত্...নিথর ছোট্ট প্রাণ! বালিগঞ্জে সেনা ক্যাম্পে শিশু মৃত্যু
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:Arpita Hazra
Last Updated:
Ballygunge Military Camp: বালিগঞ্জে মর্মান্তিক ঘটনা। সেনা ক্যাম্পে মৃত্যু শিশুর। খেলতে খেলতে সিঁড়ির রেলিং গলে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাচ্চাটির মা এবং বাবা ওই কোয়ার্টারে পরিচারক ও পরিচারিকার কাজ করেন।
কলকাতা: বালিগঞ্জে মর্মান্তিক ঘটনা। সেনা ক্যাম্পে মৃত্যু শিশুর। খেলতে খেলতে সিঁড়ির রেলিং গলে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বাচ্চাটির মা এবং বাবা ওই কোয়ার্টারে পরিচারক ও পরিচারিকার কাজ করেন।
খেলতে খেলতেই নিথর ছোট্ট প্রাণ। বালিগঞ্জের ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। শনিবার রাতে ঘটে এই দুর্ঘটনা। সূত্রের খবর অনুযায়ী, বালিগঞ্জ সেনা ক্যাম্পে বাবা মায়ের সঙ্গে থাকত ছেলেটি।
advertisement
advertisement
মৃত শিশুর বাবা-মা পরিচারিকার কাজ করে। কিন্তু হঠাত্ই ছ’তলা থেকে হঠাত্ই সিঁড়ি থেকে পড়ে যায় বাচ্চাটি। গড়াতে গড়াতে নীচে চলে যায় ছোট্ট শিশুটি। তড়িঘড়ি বাচ্চাটিকে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু মাথায় এবং শরীরে গুরুতর আঘাত পাওয়ার ফলে রক্তক্ষরণও হয়। যদিও শেষপর্যন্ত বাঁচানো যায়নি ছোট্ট প্রাণকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 07, 2024 3:50 PM IST