বিবাহবিচ্ছেদ মামলায় শোভনের সাক্ষী বৈশাখী, আদালতে জমা পড়ল হলফনামা

Last Updated:

শোভন-রত্নার বিবাহবিচ্ছেদ মামলারই শুনানি ছিল শুক্রবার। মামলার শুনানিতে আলিপুর আদালতে হাজির হয়েছিলেন শোভন। ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়ও। রত্না চট্টোপাধ্য়ায়ও এদিন উপস্থিত ছিলেন আদালতে।

#কলকাতা: শোভন চট্টোপাধ্য়ায়ের বিবাহবিচ্ছেদ মামলায় এবার সাক্ষ্য দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়। আদালতে এদিন হলফনামাও জমা দেন প্রাক্তন মেয়রের বান্ধবী। জানালেন, মামলার পরবর্তী শুনানির দিনেও তিনি আদালতে উপস্থিত থাকবেন।
২০১৭ সালের নভেম্বর মাসেই স্ত্রী তথা তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন শোভন। তারপর থেকেই  চলছে আইনি লড়াই। এর মাঝে কখনও শোভন, কখনও রত্নাকে প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করতে দেখা গিয়েছে। মুখ খুলেছেন বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়ও।
advertisement
advertisement
শোভন-রত্নার বিবাহবিচ্ছেদ মামলারই শুনানি ছিল শুক্রবার। মামলার শুনানিতে আলিপুর আদালতে হাজির হয়েছিলেন শোভন। ছিলেন তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়ও। রত্না চট্টোপাধ্য়ায়ও এদিন উপস্থিত ছিলেন আদালতে।
শুক্রবার আদালতে সাক্ষ্য দেওয়ার কথা ছিল বৈশাখীর। এদিন তিনি শোভন চট্টোপাধ্য়ায়ের হয়ে আদালতে সাক্ষ্য দেন। সূত্রের খবর, সেই সাক্ষ্য দেওয়ার সময় বিস্ফোরক কিছু তথ্য জমা দেন বৈশাখী। তার মধ্যে রত্না চট্টোপাধ্যায়ের পাঠানো কিছু হোয়াটস অ্যাপ মেসেজ, কিছু সাক্ষাৎকার, সিডি আকারে জমা দেওয়া হয়েছে।
advertisement
বৈশাখী জানিয়েছেন, আদালতে তাঁর বয়ান দেওয়া নিয়ে অবশ্য আপত্তি জানানো হয়েছিল রত্না চট্টোপাধ্য়ায়ের তরফে। তবে আদালত রত্নার সেই আর্জি মঞ্জুর করেনি। পরিবর্তে বৈশাখীর বয়ান নথিভুক্ত করা হয়েছে।
আগামী ৩০ জানুয়ারি, অর্থাৎ, শোভন-রত্না বিবাহবিচ্ছেদ মামলার পরবর্তী শুনানিতেও আদালতে সাক্ষ্য দিতে যাবেন বলে জানিয়েছেন বৈশাখী।
advertisement
এই প্রথম নয়, রত্না চট্টোপাধ্য়ায়ের বিরুদ্ধে এর আগেও প্রকাশ্যে একাধিক অভিযোগ এনেছিলেন বৈশাখী। তবে আইনি বয়ান এই প্রথম।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বিবাহবিচ্ছেদ মামলায় শোভনের সাক্ষী বৈশাখী, আদালতে জমা পড়ল হলফনামা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement