বোধনের আগে বিষাদের সুর তিমিরের সংসারে, আগুনের গ্রাসে স্মৃতি পুড়ে ছাই

Last Updated:
শর্মিতা ভট্টাচার্য: হাতে আর কয়েকটা দিন। তারপরেই মর্তে আগমন দেবী দুর্গার। কিন্তু দেবীর বোধনের আগেই বিষাদের সুর কোলে বাবুর সংসারে।
বাগরি মার্কেটের তিন তলায় বিহানি অ্যান্ড কোম্পানি ৷ বিখ্যাত চায়ের দোকান ৷ লোকজনের আনাগোনা কম ছিল না ৷ বাগরি মার্কেটের মধ্যে দেশ-বিদেশি ব্র্যান্ডের চায়ের জন্য অন্যতম জনপ্রিয় দোকান ছিল এটি ৷  সব সময় ব্যস্ততা। কাস্টমারের চাপে হাঁপিয়ে ওঠেন কোলে বাবু। সকাল ৭টা থেকে রাত ১১ টা পর্যন্ত। কিন্তু আগুনের লেলিহান শিখার গ্রাসে পুড়ে ছাই হয়ে গিয়েছে সেই দোকান ৷ দোকানের ছোট ছোট জানলা দিয়ে অনবরত বেরোচ্ছে ধোঁয়া ৷ দমকলকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন ৷ কিন্তু আগুনের গ্রাসে সব শেষ ৷ চোখের সামনে সেই দৃশ্য দেখে ঝরঝর করে কেঁদে ফেললেন চূঁচুড়ার বাসিন্দা তিমির কোলে ৷ কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন, ‘চোখের সামনে দেখছি অফিস জ্বলছে ৷ সব শেষ হয়ে গেল ৷’ কারণ সেই দোকানেই সামান্য ক’টা টাকা মাইনের চাকরি করতেন তিনি ৷ কিন্তু আজ সব শেষ !
advertisement
advertisement
সংসারে রোজগেরে বলতে তিমিরবাবু একাই ৷ চূঁচুড়ায় একটি ভাড়া বাড়িতে মা, স্ত্রী এবং দুই ছেলে-মেয়েকে নিয়ে সুখের সংসার তিমিরবাবুর ৷ স্ত্রী সংসার সামলান ৷ ৫ বছরের ছেলে পাড়ারই একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়েন এবং ৩ বছরের মেয়েকে স্কুলে ভর্তি করানোর তোড়জোড় চলছিল ৷ এদিকে তিমিরবাবুর মাও অসুস্থ ৷ প্রতি মাসে ওষুধ-হাসপাতালের খরচেই বেরিয়ে যায় মাইনের অর্ধেক টাকা ৷ তবুও, মাসের শেষে যেটুকু টাকা আসত তা নিয়ে হেসে-খেলেই সংসার চালাতেন তিনি ৷ আবার সামনেই ছিল দুর্গাপুজো এবং দীপাবলী ৷ মোটা টাকার বোনাসও পাওয়ার কথা ছিল ৷ সেই টাকায় অসুস্থ মায়ের অপারেশন করাবে ভেবেছিলেন তিনি ৷ কিন্তু মায়ের অপারেশন আর করিয়ে উঠতে পারলেন না ৷ কয়েক মুহূর্তে সব স্বপ্ন শেষ ৷ এমন একটি বিপর্যয় নেমে আসতে চলেছে তাঁর জীবনে, তা কল্পনাও করতে পারেননি তিমিরবাবু ৷ এবার কীভাবে সংসার সামলাবেন ? ফুটফুটে দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আর কথা বলতে পারলেন না তিনি ৷
advertisement
42044588_1926323804095599_3299261325506510848_n
শনিবার ভোর রাতে শর্ট সার্কিটের জেরে আগুন ৷ তারপর ফুটপাথের দু’পাশের ডালায় থাকা দাহ্য পদার্থে এসে পড়ে সেই আগুনের ফুলকি ৷ এরপরই সেই আগুনের ফুলকি থেকে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত ৷ গোটা বাগরি মার্কেট পুড়ে ছাই হয়ে যায় ৷ দমকল বাহিনী আসলেও সংকীর্ণ গলি, ইলেক্ট্রিক ওয়্যার পেরিয়ে দুর্গম এলাকায় ঢুকতে বেগ পায় দমকলবাহিনী ৷ তাই হাইড্রলিক ল্যাডার থাকা সত্ত্বেও অসহায় হয়ে পড়েন দমকলকর্মীরা ৷ আশেপাশের বিল্ডিং থেকে হোস পাইপ দিয়ে জল দিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি দমকলকর্মীরা ৷ তারফলে গোটা বাগরি মার্কেটই পুড়ে ছাড়খার হয়ে যায় ৷ কখনও আগুন নিয়ন্ত্রণের জন্য জল তো কখনও বিল্ডিং ঠান্ডা রাখার জন্য জল দিয়ে বিল্ডিং ধসে পড়া থেকে রক্ষা করার চেষ্টা করছিলেন তারা ৷ কিন্তু ততক্ষণে কোটি কোটি টাকার সামগ্রী পুড়ে গিয়েছে ৷ কয়েক মুহূর্তের মধ্যে সর্বস্বান্ত হয়ে গিয়েছিলেন শ’চারেক ব্যবসায়ী ৷ গোটা এলাকা থেকেই ভেসে আসছে শুধু কান্নার আওয়াজ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বোধনের আগে বিষাদের সুর তিমিরের সংসারে, আগুনের গ্রাসে স্মৃতি পুড়ে ছাই
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement