বোধনের আগে বিষাদের সুর তিমিরের সংসারে, আগুনের গ্রাসে স্মৃতি পুড়ে ছাই
Last Updated:
শর্মিতা ভট্টাচার্য: হাতে আর কয়েকটা দিন। তারপরেই মর্তে আগমন দেবী দুর্গার। কিন্তু দেবীর বোধনের আগেই বিষাদের সুর কোলে বাবুর সংসারে।
বাগরি মার্কেটের তিন তলায় বিহানি অ্যান্ড কোম্পানি ৷ বিখ্যাত চায়ের দোকান ৷ লোকজনের আনাগোনা কম ছিল না ৷ বাগরি মার্কেটের মধ্যে দেশ-বিদেশি ব্র্যান্ডের চায়ের জন্য অন্যতম জনপ্রিয় দোকান ছিল এটি ৷ সব সময় ব্যস্ততা। কাস্টমারের চাপে হাঁপিয়ে ওঠেন কোলে বাবু। সকাল ৭টা থেকে রাত ১১ টা পর্যন্ত। কিন্তু আগুনের লেলিহান শিখার গ্রাসে পুড়ে ছাই হয়ে গিয়েছে সেই দোকান ৷ দোকানের ছোট ছোট জানলা দিয়ে অনবরত বেরোচ্ছে ধোঁয়া ৷ দমকলকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন ৷ কিন্তু আগুনের গ্রাসে সব শেষ ৷ চোখের সামনে সেই দৃশ্য দেখে ঝরঝর করে কেঁদে ফেললেন চূঁচুড়ার বাসিন্দা তিমির কোলে ৷ কাঁপা কাঁপা গলায় বলে উঠলেন, ‘চোখের সামনে দেখছি অফিস জ্বলছে ৷ সব শেষ হয়ে গেল ৷’ কারণ সেই দোকানেই সামান্য ক’টা টাকা মাইনের চাকরি করতেন তিনি ৷ কিন্তু আজ সব শেষ !
advertisement
দেখুন ভিডিও: সময়মতো তৎপর হয়নি দমকল, ফুঁসছেন বাগরির ব্যবসায়ীরা
advertisement
সংসারে রোজগেরে বলতে তিমিরবাবু একাই ৷ চূঁচুড়ায় একটি ভাড়া বাড়িতে মা, স্ত্রী এবং দুই ছেলে-মেয়েকে নিয়ে সুখের সংসার তিমিরবাবুর ৷ স্ত্রী সংসার সামলান ৷ ৫ বছরের ছেলে পাড়ারই একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়েন এবং ৩ বছরের মেয়েকে স্কুলে ভর্তি করানোর তোড়জোড় চলছিল ৷ এদিকে তিমিরবাবুর মাও অসুস্থ ৷ প্রতি মাসে ওষুধ-হাসপাতালের খরচেই বেরিয়ে যায় মাইনের অর্ধেক টাকা ৷ তবুও, মাসের শেষে যেটুকু টাকা আসত তা নিয়ে হেসে-খেলেই সংসার চালাতেন তিনি ৷ আবার সামনেই ছিল দুর্গাপুজো এবং দীপাবলী ৷ মোটা টাকার বোনাসও পাওয়ার কথা ছিল ৷ সেই টাকায় অসুস্থ মায়ের অপারেশন করাবে ভেবেছিলেন তিনি ৷ কিন্তু মায়ের অপারেশন আর করিয়ে উঠতে পারলেন না ৷ কয়েক মুহূর্তে সব স্বপ্ন শেষ ৷ এমন একটি বিপর্যয় নেমে আসতে চলেছে তাঁর জীবনে, তা কল্পনাও করতে পারেননি তিমিরবাবু ৷ এবার কীভাবে সংসার সামলাবেন ? ফুটফুটে দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে আর কথা বলতে পারলেন না তিনি ৷
advertisement
শনিবার ভোর রাতে শর্ট সার্কিটের জেরে আগুন ৷ তারপর ফুটপাথের দু’পাশের ডালায় থাকা দাহ্য পদার্থে এসে পড়ে সেই আগুনের ফুলকি ৷ এরপরই সেই আগুনের ফুলকি থেকে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত ৷ গোটা বাগরি মার্কেট পুড়ে ছাই হয়ে যায় ৷ দমকল বাহিনী আসলেও সংকীর্ণ গলি, ইলেক্ট্রিক ওয়্যার পেরিয়ে দুর্গম এলাকায় ঢুকতে বেগ পায় দমকলবাহিনী ৷ তাই হাইড্রলিক ল্যাডার থাকা সত্ত্বেও অসহায় হয়ে পড়েন দমকলকর্মীরা ৷ আশেপাশের বিল্ডিং থেকে হোস পাইপ দিয়ে জল দিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি দমকলকর্মীরা ৷ তারফলে গোটা বাগরি মার্কেটই পুড়ে ছাড়খার হয়ে যায় ৷ কখনও আগুন নিয়ন্ত্রণের জন্য জল তো কখনও বিল্ডিং ঠান্ডা রাখার জন্য জল দিয়ে বিল্ডিং ধসে পড়া থেকে রক্ষা করার চেষ্টা করছিলেন তারা ৷ কিন্তু ততক্ষণে কোটি কোটি টাকার সামগ্রী পুড়ে গিয়েছে ৷ কয়েক মুহূর্তের মধ্যে সর্বস্বান্ত হয়ে গিয়েছিলেন শ’চারেক ব্যবসায়ী ৷ গোটা এলাকা থেকেই ভেসে আসছে শুধু কান্নার আওয়াজ ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 17, 2018 5:23 PM IST