সেলুনে চুল কাটতে কাটতেই ‘টুম্পা সোনা’র সঙ্গে তুমুল নাচ খুদের! ভাইরাল ভিডিও

Last Updated:

পাড়ার সেলুনেও বাজানো হচ্ছিল জনপ্রিয় এই গানটি । যা শুনে আর স্থির থাকতে পারেনি খুদে । দেখুন ভাইরাল ভিডিও ।

#কলকাতা: ছোটবেলায় আমাদের কতই না স্মৃতি থাকে। যত বয়স বাড়ে আমরা সেই দিনগুলো মিস করি। কিছু ছবি বা ভিডিও এমনও আছে যা সামনে এসে গেলে দেখা মাত্রই ফ্ল্যাশব্যাকে চলে যাই আমরা।
যেমন এই খুদের ভিডিও। সেলুনে গিয়েছেন চুল কাটতে। গিয়ে তো এমন খেল দেখিয়েছেন সেখানে যে তাঁকে স্থির রেখে চুল কাটাই মুশকিল হয়ে গিয়েছিল নাপিত মশাইয়ের। সেই ভিডিওটিই এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল ।
সম্প্রতি ‘টুম্পা সোনা, দু’টো হাম্পি দে না’, গানটি ব্যাপক ভাইরাল হয়েছে । আরব দে চৌধুরি ও অভিষেক সাহার তৈরি ওয়েব সিরিজ ‘রেস্ট ইন প্রেম’-এর গান এটি । আরজে সায়নের তৈরি করা মিউজিক ভিডিওটি লঞ্চ হওয়ার পর থেকে তা আরও জনপ্রিয় হয়েছে । বর্তমানে পুজো প্যান্ডেল থেকে বিয়েবাড়ি, পিকনিক থেকে গেট টুগেদার সবেতেই সেই সর্ব ঘটে কাঁঠালি কলার মতো বেজেই চলেছে এই গান ।
advertisement
advertisement
পাড়ার সেলুনেও বাজানো হচ্ছিল জনপ্রিয় এই গানটি । যা শুনে আর স্থির থাকতে পারেনি খুদে । সেলুনে চুল কাটতে কাটতেই নেচে ওঠে সে । এ দিকে নাপিত কাকুর হাতে তখন ধারালো কাঁচি । পাশ থেকে মা ধরে রয়েছেন শিশুকে । কিন্তু গান শুনে না নেচে থাকতে পারল না শিশুটি । তার এই কান্ড দেখে সকলেই হেসে কুটোপাটি । সকলেই তাকে বলেন, স্থির হয়ে বসতে । চুল কাটা শেষ হয়ে গেলে তারপর নাচতে । কিন্তু কে শোনে কার কথা.... ।
বাংলা খবর/ খবর/কলকাতা/
সেলুনে চুল কাটতে কাটতেই ‘টুম্পা সোনা’র সঙ্গে তুমুল নাচ খুদের! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement