Babul Supriyo: আপনি যদি 'বাবুল সুপ্রিয়' নামে ইউটিউবে সার্চ করেন..., বিধানসভায় 'বিস্ফোরক' মন্ত্রী!

Last Updated:

Babul Supriyo: আমার নিজের নামে ইউটিউব চ্যানেল চলছে। আমি নিজেই জানি না। বিধানসভায় বললেন বাবুল সুপ্রিয়। তাঁর কথায় ফেক প্রোফাইলের মাধ্যমে প্রতারণা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রেই ট্রাভেল এজেন্সির নামে ফেক প্রোফাইল খুলে ট্যুর বা হোটেল বুকিংয়ের নামে প্রতারণা চলে।"

বাবুল সুপ্রিয়
বাবুল সুপ্রিয়
কলকাতা: আমার নিজের নামে ইউটিউব চ্যানেল চলছে। আমি নিজেই জানি না। বিধানসভায় বললেন বাবুল সুপ্রিয়। তাঁর কথায় ফেক প্রোফাইলের মাধ্যমে প্রতারণা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রেই ট্রাভেল এজেন্সির নামে ফেক প্রোফাইল খুলে ট্যুর বা হোটেল বুকিংয়ের নামে প্রতারণা চলে।” ফেক প্রোফাইল নিয়ে অভিযোগ প্রসঙ্গে বৃহস্পতিবার বিধানসভায় এই মন্তব্যই করেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়।
এদিন মন্ত্রী জানান “আপনি যদি ‘বাবুল সুপ্রিয়’ নামে ইউটিউবে সার্চ করেন তাহলে দেখবেন কয়েক হাজার বাবুল সুপ্রিয় বেরিয়ে আসবে। এর একটাও আমি ন‌ই। আমি এমন‌ও জানি যে ‘বাবুল সুপ্রিয়’ নামে ইউটিউবে একটি প্রোফাইল আছে যার সাবস্ক্রাইববার কয়েক লাখ। কিন্তু ওটা আমার প্রোফাইলই নয়।‌ আমি ইউটিউব কর্তৃপক্ষকে অনেক বার বলেছি, কিন্তু কোনও সুরাহা হয়নি।”
advertisement
advertisement
এদিন প্রশ্নোত্তর পর্ব চলাকালীন বিধানসভার অধ্যক্ষ বারবার মন্ত্রীকে সাইবার অপরাধ নিয়ে সচেতনতা বাড়ানোর ব্যাপারে পদক্ষেপ করতে বলেন। সেই প্রসঙ্গে মুখ খোলেন বাবুল সুপ্রিয়। সাইবার অপরাধের বাড়বাড়ন্ত যে তাঁকেও ছাড়েনি সেই কথাই উঠে আসে মন্ত্রীর মন্তব্যে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Babul Supriyo: আপনি যদি 'বাবুল সুপ্রিয়' নামে ইউটিউবে সার্চ করেন..., বিধানসভায় 'বিস্ফোরক' মন্ত্রী!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement