Babul Supriyo: আপনি যদি 'বাবুল সুপ্রিয়' নামে ইউটিউবে সার্চ করেন..., বিধানসভায় 'বিস্ফোরক' মন্ত্রী!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
Babul Supriyo: আমার নিজের নামে ইউটিউব চ্যানেল চলছে। আমি নিজেই জানি না। বিধানসভায় বললেন বাবুল সুপ্রিয়। তাঁর কথায় ফেক প্রোফাইলের মাধ্যমে প্রতারণা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রেই ট্রাভেল এজেন্সির নামে ফেক প্রোফাইল খুলে ট্যুর বা হোটেল বুকিংয়ের নামে প্রতারণা চলে।"
কলকাতা: আমার নিজের নামে ইউটিউব চ্যানেল চলছে। আমি নিজেই জানি না। বিধানসভায় বললেন বাবুল সুপ্রিয়। তাঁর কথায় ফেক প্রোফাইলের মাধ্যমে প্রতারণা একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রেই ট্রাভেল এজেন্সির নামে ফেক প্রোফাইল খুলে ট্যুর বা হোটেল বুকিংয়ের নামে প্রতারণা চলে।” ফেক প্রোফাইল নিয়ে অভিযোগ প্রসঙ্গে বৃহস্পতিবার বিধানসভায় এই মন্তব্যই করেন তথ্যপ্রযুক্তি মন্ত্রী বাবুল সুপ্রিয়।
এদিন মন্ত্রী জানান “আপনি যদি ‘বাবুল সুপ্রিয়’ নামে ইউটিউবে সার্চ করেন তাহলে দেখবেন কয়েক হাজার বাবুল সুপ্রিয় বেরিয়ে আসবে। এর একটাও আমি নই। আমি এমনও জানি যে ‘বাবুল সুপ্রিয়’ নামে ইউটিউবে একটি প্রোফাইল আছে যার সাবস্ক্রাইববার কয়েক লাখ। কিন্তু ওটা আমার প্রোফাইলই নয়। আমি ইউটিউব কর্তৃপক্ষকে অনেক বার বলেছি, কিন্তু কোনও সুরাহা হয়নি।”
advertisement
advertisement
এদিন প্রশ্নোত্তর পর্ব চলাকালীন বিধানসভার অধ্যক্ষ বারবার মন্ত্রীকে সাইবার অপরাধ নিয়ে সচেতনতা বাড়ানোর ব্যাপারে পদক্ষেপ করতে বলেন। সেই প্রসঙ্গে মুখ খোলেন বাবুল সুপ্রিয়। সাইবার অপরাধের বাড়বাড়ন্ত যে তাঁকেও ছাড়েনি সেই কথাই উঠে আসে মন্ত্রীর মন্তব্যে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 12, 2025 12:52 PM IST