SSC: মন্ত্রী কন্য়ার জায়গায় নিয়োগ, সেই ববিতার চাকরি নিয়েই সংশয়! এসএসসি মামলায় নয়া মোড়
- Published by:Debamoy Ghosh
- Written by:ARNAB HAZRA
Last Updated:
ববিতার নাম্বার ২ কমলে, চাকরির পাশাপাশি ১৬ লক্ষ টাকার দাবিদার নিয়েও নতুন বিবেচনা আসতে পারে আদালত থে
#কলকাতা: মন্ত্রীকন্যার স্কুলে তুমুল চর্চায় 'ক্লাস-কোর্ট।' এসএসসি চেয়ারম্যান ও সচিবের হাইকোর্টে দেওয়া তথ্য অসম্পূর্ণ! ববিতা সরকারের চাকরির ভবিষ্যৎ নিয়ে সংশয়।
স্বচ্ছ নিয়োগ চেয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চে আবেদন করছেন ববিতা। কোচবিহারে মন্ত্রী কন্যার স্কুলের মামলায় নয়া মোড়। এসএসসি নিয়োগে স্বচ্ছতা চেয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চে আবেদন করতে চলেছেন ববিতা সরকার। 'অস্বচ্ছ' নিয়োগ হলে চাকরি ফিরিয়ে দেওয়ার আবেদনও প্রয়োজনে রাখবেন ববিতা নিজেই।
advertisement
advertisement
ববিতা সরকার সহ অনেকেরই অ্যাকাডেমিক স্কোর নিয়ে তুমুল বিভ্রান্তি। একাদশ -দ্বাদশে, নবম -দশমে অনেকেরই নম্বর বিভ্রান্তি। কারও নম্বর কমেছে, আবার কারও বেরেছে, এমনটাই অভিযোগ। অ্যাকাডেমিকে ববিতার নম্বর ৩৩ নয়, হবে ৩১! আর তা নিয়েই বিতর্ক। ববিতা ২ নম্বর কম পেলেও, মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি ফিরে পাওয়ার কোনও সুযোগ নেই। কারণ পার্সোনালিটি টেস্টে বসেননি অঙ্কিতা অধিকারী। তবে ববিতা সরকার ২ নম্বর অ্যাকাডেমিকে স্কোর কম পেলে মেধাতালিকার অদলবদল ঘটে যেতে পারে। উঠে আসতে পারেন অন্য কেউ।
advertisement
এসএসসি চেয়ারম্যান ও সচিবের হাইকোর্টে দেওয়া তথ্য অনুযায়ী ববিতা সরকার পান ৩৩। ববিতা সরকার সর্বমোট নম্বর পান ৭৭, যেখানে অঙ্কিতা অধিকারী পেয়েছিলেন ৬১। একাদশ-দ্বাদশের নম্বর বিভাজন সহ মেধাতালিকায় প্রকাশ হতে উঠে আসে ববিতা সরকারের অ্যাকাডেমিক স্কোর ৩১। অপেক্ষমান মেধা তালিকায় নাম রয়েছে অনামিকা রায়ের। তাঁর তালিকায় উঠে আসার সম্ভাবনা প্রবল।
advertisement
ববিতা সরকারের মামলায় সওয়াল করা আইনজীবী ফিরদৌস শামিম জানান, 'স্বচ্ছ নিয়োগের মাধ্যমে যোগ্য ও মেধাবীদের চাকরির আবেদন বারবার রেখেছি হাইকোর্টে। আমরা আবারও সেই আবেদন রাখবো মামলার প্রয়োজনে।'
গত ১৭ মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ভার্চুয়াল শুনানিতে উপস্থিত থেকে এসএসসি চেয়ারম্যান জানান, ববিতা সরকারের সাবজেক্ট টেস্ট নাম্বার ৩৬, অ্যাকাদেমিক স্কোর ৩৩ আর পার্সোনালিটি টেস্টে প্রাপ্ত নম্বর ০৮। সর্বমোট ৭৭। অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিল করে সেই জায়গায় ববিতা সরকারকে চাকরি দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি ৪৩ মাসের কিছু বেশি দিনের বেতন বাবদ প্রায় ১৬ লক্ষ টাকাও দেন ববিতা সরকারকে। ববিতার ২ নম্বর কমলে, চাকরির পাশাপাশি ১৬ লক্ষ টাকার দাবিদার নিয়েও নতুন বিবেচনা আসতে পারে আদালত থেকে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 30, 2022 6:02 PM IST