B.ED Recruitment Scamp: বিএড কলেজে ভর্তি নিয়ে আর্থিক দূর্নীতি মামলা, রাজ্যের তদন্ত কমিটিকেই মান্যতা কলকাতা হাইকোর্টের
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
B.ED Recruitment Scamp: রাজ্য আর্থিক তছরূপের দূর্নীতির তদন্ত করতে একটি কমিটি নিয়োগ করেছিল। এই দিন আদালতে রাজ্য জানায় সেই কমিটিতে তারা একজন নতুন সদস্য নিয়োগ করবে৷
কলকাতা: বাবা সাহেব আম্বেদকর বিশ্ববিদ্যালয়ে বিএডে ভর্তি এবং কলেজের অনুমোদন দেওয়ার ক্ষেত্রে আর্থিক দূর্নীতির অভিযোগ উঠেছিল৷ এই ঘটনায় রাজ্যের উচ্চশিক্ষা দফতর যে তদন্ত করছে তাতেই সন্মতি দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।
রাজ্য এই আর্থিক তছরূপের দূর্নীতির তদন্ত করতে একটি কমিটি নিয়োগ করেছিল। এই দিন আদালতে রাজ্য জানায় সেই কমিটিতে তারা একজন নতুন সদস্য নিয়োগ করবে৷
একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সরানোর দাবিতেও মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টেরই অন্য আর একটি বেঞ্চে। সেই মামলার শুনানি শেষে রায়দান এখন স্থগিত রয়েছে।
advertisement
সেই কারণে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
advertisement
ওই মামলার তদন্ত করতে রাজ্যের উচ্চ শিক্ষা সংসদের ভাইস চেয়ারম্যান (অ্যাকাডেমিক) আশুতোষ ঘোষকে নিয়ে একটি এক সদস্যের কমিটি গঠন করেছিল উচ্চশিক্ষা দফতর।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 19, 2024 2:22 PM IST