Forward Bloc|| ১০০ নেতার সম্পত্তির বাড়বাড়ন্ত! ২ শাসকের 'পর্দা ফাঁস' করতে চাইছে 'আহিম'

Last Updated:

Azad Hind Mancha preparing for a big challenge: ই দলের প্রায় ১০০ নেতার সম্পত্তির বাড়বাড়ন্তের তথ্য তুলে কলকাতায় একটি প্রদর্শনী করা হবে। সেখানেই এই দুই দলের নেতাদের সম্পত্তি গত কয়েক বছরে কত বৃদ্ধি পেয়েছে সেই হিসেব তুলে ধরা হবে।

#কলকাতাঃ রাজ্যে ইডি, সিবিআইয়ের তল্লাশি চলছে। রাজ্যবাসী রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের নেতাদের সম্পত্তির হিসেব নিয়ে আলোচনায় ব্যস্ত। ঠিক সেই সময়ে রাজ্যের পাশাপাশি কেন্দ্রের শাসক দল বিজেপির নেতাদের সম্পত্তির হিসেবও রাজ্যবাসীর কাছে তুলে ধরতে চায় ফরওয়ার্ড ব্লক থেকে বেরিয়ে আসা নেতাদের তৈরি সংগঠন 'আহিম' বা 'আজাদ হিন্দ মঞ্চ'।
সংগঠন সূত্রে খবর, দুই দলের প্রায় ১০০ নেতার সম্পত্তির বাড়বাড়ন্তের তথ্য তুলে কলকাতায় একটি প্রদর্শনী করা হবে। সেখানেই এই দুই দলের নেতাদের সম্পত্তি গত কয়েক বছরে কত বৃদ্ধি পেয়েছে সেই হিসেব তুলে ধরা হবে। যার পোশাকি নাম দেওয়া হয়েছে 'পর্দা ফাঁস'। নির্বাচন কমিশনের দেওয়া তথ্যই এখানে প্রকাশ করা হবে।
advertisement
advertisement
সংগঠনের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তৃণমূলের পাশাপাশি বিজেপির নেতাদেরও সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। এখানে শুধুমাত্র তৃণমূল নেতাদের টাকার পাহাড় মানুষ দেখতে পাচ্ছেন। হয়তো যতটা দেখা গিয়েছে সেটা হিমশৈলের চূড়া মাত্র। আর এটাকে দেখিয়ে বিজেপির নেতারা বড় বড় কথা বলছেন। রাজনীতি করছেন। কিন্তু বিজেপি নেতাদের যে কত সম্পত্তি বেড়েছে সেই হিসেব কে রাখছে?
advertisement
আরও পড়ুনঃ তাঁকে নিয়ে তোলপাড় রাজ্য! বিতর্ক চিঠি নিয়ে গোপন জবানবন্দি দিলেন বাপ্পা চট্টোপাধ্যায়
জানা গিয়েছে, ভোটে দাঁড়াতে গেলে নির্বাচন কমিশনকে সম্পত্তির হিসেব দিতে হয়। কয়েক বছর আগে কমিশনকে দেওয়া তথ্যের সাথে পরে দেওয়া সম্পত্তির হিসেব মেলালেই বোঝা যাবে কার কতো সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষ যারা এই জনপ্রতিনিধিদের নির্বাচন করেছে তাঁদের জানার অধিকার রয়েছে। যে তাঁদের ভোটে জেতা জনপ্রতিনিধিরা কত সম্পত্তি বাড়িয়েছেন। সেটা জানানোর জন্যই আমরা একটা প্রদর্শনী করতে চাই যেখানে তৃণমূল, বিজেপি উভয় দলের মোট ১০০ নেতার সম্পত্তির হিসেব আমরা তুলে ধরবো। আর নির্বাচন কমিশনের হিসেব নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। কারণ সেই তথ্য ওই নেতারাই দিয়েছে। এবার জনগণের কাছে নেতারা উত্তর দেবে যে তাঁরা কিভাবে ওই সম্পত্তি বৃদ্ধি করেছেন।"
advertisement
রাজ্যের শাসক দলের নেতাদের সম্পত্তির হিসেব সাধারণ মানুষের সামনে তুলে ধরার কৌশল নিয়েছে সিপিএম। পাহারায় পাবলিক কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যেই সেই সম্পত্তি বৃদ্ধির হিসেব সোশ্যাল মিডিয়ার পাশাপাশি সাধারণ প্রচারে তুলে ধরছে দল। কেনও শুধু রাজ্যের শাসকদল তা নিয়ে প্রশ্নও উঠেছিলো কোনও কোনও মহল থেকে। এ বার রাজ্যের শাসকদল তৃণমূলের নেতাদের পাশাপাশি কেন্দ্রের শাসকদল বিজেপি নেতাদের সম্পত্তির হিসেবের পর্দা ফাঁস করে সেই বৃত্তই পূরণ করতে চায় 'আহিম'। এমনটাই মনে করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ।
advertisement
UJJAL ROY 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Forward Bloc|| ১০০ নেতার সম্পত্তির বাড়বাড়ন্ত! ২ শাসকের 'পর্দা ফাঁস' করতে চাইছে 'আহিম'
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement