হাজার হাজার টাকা! আবাসে ঘর পেতে 'উন্নয়ন ফি'! চাঞ্চল্যকর অভিযোগে দিনহাটা পুরসভা, কৈফিয়ত তলব হাইকোর্টের
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Reported by:ARNAB HAZRA
Last Updated:
Awas Yojana: আবাসে ঘর পেতে 'উন্নয়ন ফি' তোলার অভিযোগে জনস্বার্থ মামলা। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে দিনহাটা পুরসভার বিরুদ্ধে। এই মামলায় শোকজ করে হলফনামায় কৈফিয়ত চাইল হাইকোর্ট। 'কেন পুরপ্রধানকে সরাবে না হাইকোর্ট?' প্রশ্ন রেখে কৈফিয়ত তলব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
কলকাতা: আবাসে ঘর পেতে ‘উন্নয়ন ফি’ তোলার অভিযোগে জনস্বার্থ মামলা। চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে দিনহাটা পুরসভার বিরুদ্ধে। এই মামলায় শোকজ করে হলফনামায় কৈফিয়ত চাইল হাইকোর্ট। ‘কেন পুরপ্রধানকে সরাবে না হাইকোর্ট?’ প্রশ্ন রেখে কৈফিয়ত তলব প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় তালিকাভুক্ত উপভক্তাদের থেকে বেআইনিভাবে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগে কোচবিহারের দিনহাটা পুরসভাকে কারণ দর্শানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞনমের পর্যবেক্ষণ, “উন্নয়নমূলক কাজের জন্য টাকা নিচ্ছে পুরসভা, কিন্তু এই ভাবে টাকা তোলা বেআইনি”।
প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ পুরসভাকে হলফনামা দিয়ে তাঁদের অবস্থান জানাতে হবে। বেআইনিভাবে অর্থ সংগ্রহের এই ঘটনায় কেন প্রাক্তন ও বর্তমান পুরপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, কেন বর্তমান পুরপ্রধানকে অপসারণ করা হবে না, আগামী তিন সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে আদালতে।
advertisement
advertisement
প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির তালিকভুক্তদের থেকে ২০ হাজার করে টাকা নেওয়া হচ্ছে পুরসভার তরফে। টাকা না দিলে নাম বাতিল করা হচ্ছে তালিকা থেকে, এই অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় দিনহাটা সাতকুড়া গ্রামের এক বাসিন্দা। মামলাকারির আইনজীবীর অভিযোগ অডিট রিপোর্টে অসঙ্গতি ধরা পরলে পুরসভার থেকে ব্যাখ্যা চওয়া হয় এবং এই টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
advertisement
অডিট রিপোর্টে জানানো হয়েছে যে ২০১৫ সাল থেকে ২০২২ সালের মধ্যে ৪৩৯ লক্ষ টাকা সংগ্রহ করেছে দিনহাটা পুরসভা। আইনজীবীর আরও অভিযোগ অতিরিক্ত টাকা দিলেও আবাসের তালিকা থেকে ১৮৭ জনকে বাদ দেওয়া হয়। পুরসভার আইনজীবী দাবি করেন যে পুরসভার এলাকায় উন্নয়নমূলক কাজ, রাস্তা তৈরি, খাল মেরামতের মতো অন্যান্য কাজের জন্য ব্যবহার করা হয় এই টাকা।
advertisement
কেন্দ্রের আইনজীবী আদালতে এই টাকা সংগ্রহের ঘটনাকে প্রশ্ন করে দাবি করেন প্রধানমন্ত্রী আবাস যোজনার এই টাকা গরীব মানুষের বাড়ি তৈরির জন্য দেয় কেন্দ্র, পুরসভার এই টাকা দিয়ে রাস্তা তৈরি করার এক্তিয়ার নেই। পুরসভার উদ্দেশ্যে প্রধান বিচারপতি টি এস শিবগণনম বলেন, “হতে পারে এই টাকা ভাল উন্নয়নমুলক কাজে ব্যবহার হয়েছে, তবে এই টাকা বেআইনি ভাবে সংগ্রহ করা হয়েছে”। সব পক্ষের বক্তব্য শুনে দিনহাটা পুরসভাকে এই বিষয়ে হলফনামা দিয়ে কারণ দর্শানোর নির্দেশ দিলেন প্রধান বিচারপতি টি এস শিবগণনম এবং চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 21, 2025 12:08 AM IST