দুর্ঘটনায় মৃত অটোচালকের পরিবারকে সাহায্যের দাবিতে ধর্মঘট, দক্ষিণ কলকাতার ১৮টি রুটে বন্ধ অটো !

Last Updated:

দুর্ঘটনায় মৃত অটোচালকের পরিবারকে সাহায্যের দাবিতে ধর্মঘট। দক্ষিণ কলকাতার ১৮টি রুটে বন্ধ অটো। বিপাকে নিত্যযাত্রীরা।

#কলকাতা: দুর্ঘটনায় মৃত অটোচালকের পরিবারকে সাহায্যের দাবিতে ধর্মঘট। দক্ষিণ কলকাতার ১৮টি রুটে বন্ধ অটো। বিপাকে নিত্যযাত্রীরা।
মঙ্গলবার রাত ৯.৩০ ৷  ত্রিকোণ পার্ক থেকে শখের বাজারের দিকে অটো নিয়ে যাচ্ছিলেন বছর পঁয়তাল্লিশের সঞ্জয় সরকার। উল্টো দিক থেকে আসা বাসের ধাক্কায় প্রাণ যায় তাঁর। মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বুধবার সকাল থেকেই আন্দোলনে নামেন অটোচালকরা। আঠারোটি রুটে বন্ধ হয়ে যায় অটো চলাচল। ফলে চরম দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা।
advertisement
এদিন বালিগঞ্জ-বেহালা, রাসবিহারী-বেহালা, বালিগঞ্জ-চেতলা, গড়িয়াহাট-চেতলা, গড়িয়াহাট-তারাতলা, চৌরাস্তা-রাসবিহারী, চেতলা পার্ক-চৌরাস্তা, বালিগঞ্জ-জজকোর্ট-সহ বিভিন্ন রুটে অটো বন্ধ ছিল এদিন ৷
advertisement
এক অটোচালকের কথায়, ‘‘আমাদের সহকর্মী মারা গিয়েছেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন। তাই আমরা আর্থিক সহযোগিতা দাবি করছি।.. যাত্রীদের অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’’
যদিও অটোচালকদের দাবি, আন্দোলন চালালেও জরুরি অবস্থায় তাঁরা যাত্রীদের গন্তব্যে পৌঁছে দিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দুর্ঘটনায় মৃত অটোচালকের পরিবারকে সাহায্যের দাবিতে ধর্মঘট, দক্ষিণ কলকাতার ১৮টি রুটে বন্ধ অটো !
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement