রাজ্যে আক্রান্ত সাংসদ, বিধায়করা! খগেন মুর্মুর ঘটনায় মুখ খুললেন শমীক ভট্টাচার্য 

Last Updated:

ত্রাণ বিতরণ করতে গিয়ে রক্তাক্ত হতে হচ্ছে দলের সাংসদ বিধায়কদের। আর তারপরেই সব থেকে বেশি যে প্রশ্নটা উঠছে, তা হলো, এত বড় আক্রমণ নেমে আসার পরেও কেন চুপ করে বসে রয়েছে বিজেপি?আর কবে তারা প্রতিরোধের রাস্তা বেছে নেবে? 

তবে কি বিজেপিতে শমীক যুগে নতুন সমীকরণ তৈরি হচ্ছে? নির্যাতিতার পরিবারের ডাকা নবান্ন অভিযান ঘিরে তেমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারী ছাড়া রাজ্য স্তরের কোনও বড় নেতাকে দেখা যায়নি। শুভেন্দুর পাশে ছিলেন কৌস্তুভ বাগচী ও বিধায়ক অগ্নিমিত্রা পল, অশোক দিন্দা।
তবে কি বিজেপিতে শমীক যুগে নতুন সমীকরণ তৈরি হচ্ছে? নির্যাতিতার পরিবারের ডাকা নবান্ন অভিযান ঘিরে তেমনই প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারী ছাড়া রাজ্য স্তরের কোনও বড় নেতাকে দেখা যায়নি। শুভেন্দুর পাশে ছিলেন কৌস্তুভ বাগচী ও বিধায়ক অগ্নিমিত্রা পল, অশোক দিন্দা।
বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর প্রাণঘাতী হামলা হয়েছে। নাগরাকাটায় বিপর্যস্ত এলাকা পরিদর্শনে গিয়ে বিজেপি সাংসদ-বিধায়ক আক্রান্ত হওয়ায় ঘটনায় এবার সাংবাদিক বৈঠক করে মুখ খুললেন সেই বিষয়েই এবার প্রতিক্রিয়া দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
এদিন এই ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করেন সাংবাদিকরা। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “যে ঘটনা ঘটেছে, সেই এলাকায় আমরা ত্রাণের কাজে গিয়েছিলাম। আমরা কোনো জমায়েত সেখানে করিনি। কালকে যদি আমরা চাইতাম, তাহলে এখানে যাদের নাম আমরা পড়ছি, তারা কেউ জীবিত থাকত না। ভিতরে সমস্ত আদিবাসীরা তীর, ধনুক নিয়ে তৈরি‌। বলেছেন, দরকার হলে সাঁতরে আমরা ওপারে যাচ্ছি, আমরা ছাড়বো না। আমরা মানুষের এই চরম দুর্দিনে কোনো প্রাণহানি চাই না, কোনো রক্তপাত চাই না। প্রতিরোধ বিজেপি করছে না, এটা ভুল। কারণ সংবাদমাধ্যমে বিজেপির বহু প্রতিরোধের ঘটনা আসছে না। এটা মনে করার কারণ নেই যে, সারা রাজ্য জুড়ে বিজেপির সাংসদ, বিধায়করা মসৃণ ভাবে ঘুরছেন। প্রতিরোধ করেই বিজেপি গ্রামে ঢুকছে। কিন্তু সর্বত্র তো সেটা সম্ভব নয়। আপনি ত্রাণ দিতে গেছেন। আর সেখানে কিছু মৌলবাদীরা জমায়েত হয়ে আপনার ওপর হামলা করবে, এটা কি প্রত্যাশিত ছিল?’
advertisement
advertisement
সোমবার ত্রাণ দিতে গিয়ে নাগরাকাটায় আক্রান্ত হতে হয় মালদহ উত্তরের বিজেপি সাংসদকে। বর্তমানে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি সাংসদ। রাজনৈতিক সতীর্থকে সৌজন্য দেখিয়ে খবর নিতে সটান হাসপাতালে পৌঁছে যান মমতা। দেখা করেন আক্রান্ত বিজেপি সাংসদের সঙ্গে। পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও এদিন কথা হয় মুখ্যমন্ত্রীর। পরে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, ”বিজেপি সাংসদের অবস্থা স্থিতিশীল। উনি ডায়াবেটিসে আক্রান্ত। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।”
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রাজ্যে আক্রান্ত সাংসদ, বিধায়করা! খগেন মুর্মুর ঘটনায় মুখ খুললেন শমীক ভট্টাচার্য 
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement