পস্তিগাকে ছেঁটে ফেলার ভাবনা এটিকেতে !
Last Updated:
ছেড়ে দেওয়া হচ্ছে পস্তিগাকে। সুতোয় ঝুলছে হিউমের ভাগ্য।
#নয়াদিল্লি: চলতি আইএসএল থ্রি-র পরই ছেড়ে দেওয়া হচ্ছে পস্তিগাকে। সুতোয় ঝুলছে হিউমের ভাগ্য। তৃতীয় ইন্ডিয়ান সুপার লিগ চালাকালীনই আগামী মরসুমের দল নিয়ে ভাবনায় অ্যাটলেটিকো দি কলকাতা। আগামীকাল, মঙ্গলবার কোচ মলিনার সঙ্গে এই নিয়ে বসছেন কর্তারা।
পস্তিগায় মোহ শেষ কলকাতার। দিল্লির বিরুদ্ধে ড্রয়ের পর আগামী মরশুমের জন্য আর সময় নষ্ট করতে চাইছেন না অ্যাটলেটিকোর কর্তারা। মঙ্গলবার কোচ হোসে মলিনার সঙ্গে বৈঠকে বসার আগেই ইঙ্গিত পর্তুগালের প্রাক্তন তারকা হেল্ডার পস্তিগাকে ছেঁটে ফেলার। তালিকায় রয়েছেন আর এক বিদেশি বোরহা ফার্নান্দেজের নামও। এমনকী, সুতোয় ঝুলছে হিউমের ভাগ্য।
পয়েন্ট তালিকায় যা অবস্থা, তাতে একটা ম্যাচ হারলেই কঠিন হবে সেমিফাইনালে ওঠার রাস্তা। কারণ, এক পয়েন্ট পিছনেই রয়েছে হাবাসের পুণে। তাই আগামী ১৭ তারিখ ঘরের মাঠে জয়ের রাস্তায় ফিরতে হলে, কী কী করা উচিত, তাই হয়তো মলিনাকে নির্দেশ দিতে পারেন কলকাতার কর্তারা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
November 14, 2016 5:13 PM IST