মোহনবাগানের থেকে সরোবরের ফ্লাডলাইটের ভাড়া চায় এটিকে !

Last Updated:

রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের ফ্লাডলাইটের ভাড়া চাইছে এটিকে কর্তারা ৷

#কলকাতা: ইস্টবেঙ্গল আগেই আই লিগ খেলার জন্য বারাসতকে বেছে নিয়েছে ৷ সমর্থকদের কথা ভাবে এখনও এব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি মোহনবাগান ৷ বারাসতে খেলা হলে সমর্থকদের সেখানে যেতে সমস্যা হবে বলেই মনে করছেন মোহনবাগান কর্তারা ৷ এই অবস্থায় যাতে রবীন্দ্র সরোবরে আই লিগ খেলা যায়, সেই চেষ্টাই চালাচ্ছে সবুজ-মেরুন ক্লাব ৷ কিন্তু এতে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে অ্যাটলেটিকো দি কলকাতা ফ্র্যাঞ্চাইজি ৷ কারণ রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের ফ্লাডলাইটের ভাড়া চাইছে এটিকে কর্তারা ৷ ইস্টবেঙ্গল রবীন্দ্র সরোবরে খেললে ফ্লাডলাইটেড ভাড়া ভাগাভাগি করার একটা সুযোগ থাকত ৷ কিন্তু সেটা হচ্ছে না ৷ তাই ফ্লাডলাইটের ভাড়ার টাকা কোথার থেকে এখন আনবেন তারা, এই ভেবেই কুল পাচ্ছেন না মোহনবাগান কর্তারা ৷
আইএসএল থ্রি-র জন্য রবীন্দ্র সরোবর স্টেডিয়ামকে এবছর ঢেলে সাজিয়েছিলেন এটিকে কর্তারা ৷ স্টেডিয়ামের গ্যালারি, মাঠ উন্নতির পাশাপাশি নতুন ফ্লাডলাইটও বসানো হয়েছিল ৷ কিন্তু প্রশ্ন হল আইএসএলের পর এই মাঠের ভবিষ্যৎ কী ৷ কারণ গ্রিন ট্রাইব্যুনালের কড়াকড়ির জন্য এখানে ফ্লাডলাইট ব্যবহার করার অনুমতি পেতে যথেষ্ট সমস্যা হয় ৷ আইএসএল কোনওপ্রকার উতরে গেলেও এরপর এই মাঠে কখনও নৈশালোকে ম্যাচ হবে কী না, তা নিয়েই যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে ৷ কিন্তু এই অবস্থাতেও মোহনবাগান চাইছে , তাদের ম্যাচগুলি সব রবীন্দ্র সরোবরেই হোক ৷ তবে ফ্লাডলাইটের ভাড়া তাদের পক্ষে একা দেওয়া যে খুবই সমস্যার, সেকথা স্বীকার করে নিয়েছেন বাগান কর্তারা ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
মোহনবাগানের থেকে সরোবরের ফ্লাডলাইটের ভাড়া চায় এটিকে !
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement