মোহনবাগানের থেকে সরোবরের ফ্লাডলাইটের ভাড়া চায় এটিকে !

Last Updated:

রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের ফ্লাডলাইটের ভাড়া চাইছে এটিকে কর্তারা ৷

#কলকাতা: ইস্টবেঙ্গল আগেই আই লিগ খেলার জন্য বারাসতকে বেছে নিয়েছে ৷ সমর্থকদের কথা ভাবে এখনও এব্যাপারে কোনও সিদ্ধান্ত নেয়নি মোহনবাগান ৷ বারাসতে খেলা হলে সমর্থকদের সেখানে যেতে সমস্যা হবে বলেই মনে করছেন মোহনবাগান কর্তারা ৷ এই অবস্থায় যাতে রবীন্দ্র সরোবরে আই লিগ খেলা যায়, সেই চেষ্টাই চালাচ্ছে সবুজ-মেরুন ক্লাব ৷ কিন্তু এতে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে অ্যাটলেটিকো দি কলকাতা ফ্র্যাঞ্চাইজি ৷ কারণ রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের ফ্লাডলাইটের ভাড়া চাইছে এটিকে কর্তারা ৷ ইস্টবেঙ্গল রবীন্দ্র সরোবরে খেললে ফ্লাডলাইটেড ভাড়া ভাগাভাগি করার একটা সুযোগ থাকত ৷ কিন্তু সেটা হচ্ছে না ৷ তাই ফ্লাডলাইটের ভাড়ার টাকা কোথার থেকে এখন আনবেন তারা, এই ভেবেই কুল পাচ্ছেন না মোহনবাগান কর্তারা ৷
আইএসএল থ্রি-র জন্য রবীন্দ্র সরোবর স্টেডিয়ামকে এবছর ঢেলে সাজিয়েছিলেন এটিকে কর্তারা ৷ স্টেডিয়ামের গ্যালারি, মাঠ উন্নতির পাশাপাশি নতুন ফ্লাডলাইটও বসানো হয়েছিল ৷ কিন্তু প্রশ্ন হল আইএসএলের পর এই মাঠের ভবিষ্যৎ কী ৷ কারণ গ্রিন ট্রাইব্যুনালের কড়াকড়ির জন্য এখানে ফ্লাডলাইট ব্যবহার করার অনুমতি পেতে যথেষ্ট সমস্যা হয় ৷ আইএসএল কোনওপ্রকার উতরে গেলেও এরপর এই মাঠে কখনও নৈশালোকে ম্যাচ হবে কী না, তা নিয়েই যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে ৷ কিন্তু এই অবস্থাতেও মোহনবাগান চাইছে , তাদের ম্যাচগুলি সব রবীন্দ্র সরোবরেই হোক ৷ তবে ফ্লাডলাইটের ভাড়া তাদের পক্ষে একা দেওয়া যে খুবই সমস্যার, সেকথা স্বীকার করে নিয়েছেন বাগান কর্তারা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মোহনবাগানের থেকে সরোবরের ফ্লাডলাইটের ভাড়া চায় এটিকে !
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement