Assembly Elections 2026: আগামী ভোটে জনস্বাস্থ্যই হয়ে উঠবে বড় ইস্যু? মোদি সরকারকে তুলোধনা রাজ্যের মন্ত্রীর

Last Updated:

Assembly Elections 2026: জল জীবন মিশন প্রকল্পে কেন্দ্র বঞ্চনা করছে বলে বিধানসভা থেকে এদিন ফের অভিযোগ করলেন। রাজ্য তার শেয়ারের অংশে ইতিমধ্যেই বেশিরভাগ অনুমোদন দিলেও কেন্দ্র তার অংশ অনুমোদন দিচ্ছে না।

এবার বিধানসভায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী। বাড়ি বাড়ি জল প্রকল্প নিয়ে কেন্দ্রীয় বঞ্চনা।
এবার বিধানসভায় কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী। বাড়ি বাড়ি জল প্রকল্প নিয়ে কেন্দ্রীয় বঞ্চনা।
কলকাতা: কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ফের বিধানসভা থেকে সরব হলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। জল জীবন মিশন প্রকল্পে কেন্দ্র বঞ্চনা করছে বলে বিধানসভা থেকে এদিন ফের অভিযোগ করলেন। রাজ্য তার শেয়ারের অংশ ইতিমধ্যেই বেশিরভাগ অনুমোদন দিলেও কেন্দ্র তার অংশ অনুমোদন দিচ্ছে না। যা নিয়ে এই বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে বুধবার সরব হলেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী।
প্রসঙ্গত, চলতি অর্থবর্ষে ৫,০৪৯.৯৮ কোটি টাকার কেন্দ্রীয় শেয়ারের মধ্যে মাত্র ২,৫২৪.৯৯ কোটি টাকা বরাদ্দ হয়েছে। সেই জায়গায় রাজ্যের শেয়ারের ৪,৯৯০.৫২ কোটি টাকার মধ্যে ৪,১৫৭.৪৫ কোটি টাকা ইতিমধ্যে রাজ্য বরাদ্দ করে দিয়েছে বলে জানান এদিন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী। শীঘ্রই রাজ্য আরও ৪০০ কোটি টাকা দেবে বলেও সূত্রের খবর।
আরও পড়ুন: ‘ঠাই… ঠাই’! ঘরে ঘুমোচ্ছিল মালিক, গুলি করল পোষ্য কুকুর! তারপর? ভাবতে পারবেন না এমন কাণ্ড
মঙ্গলবার বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে বাড়ি বাড়ি জল নিয়ে উত্তর দিতে গিয়ে কেন্দ্রের কাছে এই ক্ষেত্রে রাজ্যের যে বিপুল অঙ্কের টাকা আটকে থাকা নিয়ে সরব হন পুলকবাবু। তিনি বলেন, ‘মনে রাখতে হবে যে জলই জীবন। সকলেরই জলের প্রয়োজন। আর মানুষকে জল দিতে যে টাকা দরকার, সেই টাকাও আটকে রেখেছে কেন্দ্র। সকলকে অনুরোধ করব এর বিরুদ্ধে রাজনীতির ঊর্ধ্বে উঠে প্রতিবাদ করুন। আমরা কেউই জলের ক্ষেত্রে যেন রাজনীতি না করি। শুধু তাই নয়, আমি অনুরোধ করব কেউ যেন আবার চিঠি দিয়ে রাজ্যের টাকা আটকে দেওয়ার কথা না বলে।’
advertisement
advertisement
আরও পড়ুন: ওয়েটিং লিস্টে থাকা কত নম্বর পর্যন্ত টিকিট ‘কনফার্ম’ হয় জানেন? রয়েছে ‘নিয়ম’, জানলে অবাক হয়ে যাবেন!
এছাড়াও, প্যাম্পস্টেশনগুলিতে কর্মরত কর্মীদের নিয়ে প্রশ্ন করেন কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও। তাঁর প্রশ্নের উত্তরে, পুলকবাবু জানান এমন প্রায় ১৯,৫৫১ জন কর্মী আছেন। কোনও জায়গায় তাঁদের মেনে আটকে আছে এমন তথ্য ঠিক নয়। এগুলি পরিচালনার জন্য টেন্ডারের মাধ্যমে দেওয়া হয় বিভিন্ন এজেন্সিকে। কোনও এজেন্সির বিরুদ্ধে মাইন না দেওয়ার অভিযোগ উঠল, তাকে ব্ল্যাকলিস্ট করা হবে বলেই এদিন বিধানসভায় জানিয়েছেন মন্ত্রী।
advertisement
 সোমরাজ বন্দ্যোপাধ্যায় 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Assembly Elections 2026: আগামী ভোটে জনস্বাস্থ্যই হয়ে উঠবে বড় ইস্যু? মোদি সরকারকে তুলোধনা রাজ্যের মন্ত্রীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement