অসমে বাঙালি হিন্দুদের নিয়ে আশঙ্কাপ্রকাশ, স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলায় চিঠি লিখলেন দিলীপ ঘোষ

Last Updated:
#কলকাতা: অসমে বাঙালি হত্যা নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি ৷ এই খুনের পিছনে কে দায়ী ? সেই নিয়ে একে অপরকে দায়ী করতে ব্যস্ত তৃণমূল এবং বিজেপি ৷ এহেন পরিস্থিতি থেকে রেহাই পেতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংকে সরাসরি বাংলা ভাষায় চিঠি লিখলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ ৷
কলকাতায় কালো পতাকা নিয়ে মিছিল করেন তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই মিছিল থেকে সরাসরি বিজেপিকে আক্রমণ করেন তিনি ৷ অভিষেকের দাবি, এই হত্যাকাণ্ডর জন্য দায়ী বিজেপি ৷ মুখ্যমন্ত্রীর অনুমতি মিললেই বাংলায় বিজেপির রথের চাকা রুখে দেবে তৃণমূল ৷ পাশাপাশি এই হত্যাকাণ্ডর জন্য গেরুয়া শিবিরকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ বলেন, ‘গুজরাতে বিহারি খেদাও চলছে ৷ অন্যদিকে, অসমে চলছে বাঙালি খেদাও ৷ দেশজুড়ে অশুভ সংকেতের বার্তা বইছে ৷’ এই পরিস্থিতি বেজায় চাপে বিজেপি ৷
advertisement
advertisement
চিঠিতে অসমে বাঙালি হিন্দুদের নিয়ে আশঙ্কাপ্রকাশ করেছেন দিলীপ ঘোষ ৷ অসমের ঘটনায় যে যথেষ্ট চাপের মুখে পড়েছে বিজেপি ৷ চিঠিতে সেই বিষয়টি একেবারে স্পষ্ট ৷ বাঙালি হিন্দুদের মনে আত্মবিশ্বাস ফিরিয়ে তাঁদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানালেন রাজ্য বিজেপি সভাপতি ৷ পাশাপাশি রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে অসমের সরকার যাতে হাল ধরে, সেই বিষয়ে সরাসরি স্বরাষ্ট্রমন্ত্রীকেই আর্জি জানালেন দিলীপ ঘোষ ৷
advertisement
WhatsApp Image 2018-11-03 at 19.34.40
বাংলা খবর/ খবর/কলকাতা/
অসমে বাঙালি হিন্দুদের নিয়ে আশঙ্কাপ্রকাশ, স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলায় চিঠি লিখলেন দিলীপ ঘোষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement