যাদবপুরে ফের রাজ্যপালকে ঘিরে গো ব্যাক ধ্বনি, কালো পতাকা, গাড়ি থেকেই একাধিক ট্যুইট জগদীপ ধনখড়ের, দেখুন ভিডিও

Last Updated:

যাদবপুরে নজিরবিহীণ পরিস্থিতি

#কলকাতা: সোমবার বিক্ষোভের মুখে পড়ার পরেও মঙ্গলবারে ফের যাদবপুরে হাজির রাজ্যপাল জগদীপ ধনখড় ৷ ফলে যেরকম আশঙ্কা করা হচ্ছিল তাই হয় ৷ রাজ্যপালের গাড়ি ঘিরে বিক্ষোভ যাদবপুরের পড়ুয়াদের  ৷পড়ুয়াদের আপত্তিতেও বিশ্ববিদ্যালয়ে রাজ্যপাল ফলে রাজ্যপালের গাড়ি আটকে কালো পতাকা, পড়ুয়াদের বুকে ‘NO CAA, NO NRC’ ব্যাজ ৷ গাড়িতে বসেই নিজের বিরক্ত উগড়ে একাধিক  ট্যুইট  জগদীপ ধনখড়ের ৷
নিজের ট্যুইটে তিনি দাবি করেন যাতে ছাত্র-ছাত্রীরা নিজেদের পরিশ্রমের ফল পায় তাই সার্টিফিকেট ও মেডেল দিতে তিনি হাজির হয়েছেন বিশ্ববিদ্যালয় চত্বরে ৷
advertisement
advertisement
নিজের ট্যুইটে তিনি জানিয়েছেন খুভই দুঃখজনক যে তাঁর বিশ্ববিদ্যালয়ে ঢোকার পথ অবরুদ্ধ করা হয় ৷ একেবারে অনভিপ্রেত ,ঘটনাস্থলে এটাকে আটাকানোর কোনও পজিটিভ চেষ্টা ছিল না ৷ এতেই ক্ষান্ত হননি এরপরেও আরও দু'টি ট্যুইট করেন তিনি ৷
advertisement
যাদবুরের মাত্র জনা পঞ্চাশেক পড়ুয়া তাঁর রাস্তা আটকায় যা ক্ষতি করছে বাকি আগ্রহী ছাত্র-ছাত্রীদের ৷ তিনি এই গোটা ঘটনায় মিডিয়ার ভূমিকাকেও একহাত নিয়েছেন ৷ তাঁর আবেদন সাধারণ মানুষ ও ছাত্রছাত্রীদের ভবিষ্যত যাতে বিপর্যস্ত না হয় তা দেখা উচিত ৷
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
যাদবপুরে ফের রাজ্যপালকে ঘিরে গো ব্যাক ধ্বনি, কালো পতাকা, গাড়ি থেকেই একাধিক ট্যুইট জগদীপ ধনখড়ের, দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement