Arup Biswas: দিন্দার নো-বলে ছক্কা অরূপের! বিজেপি বিধায়কের বিরুদ্ধে তদন্তের দাবি ক্রীড়ামন্ত্রীর
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
এরপরেই বিধানসভায়, বিজেপির বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে তদন্তের দাবি জানান অরূপ বিশ্বাস৷ তাঁর দাবি, বিধানসভায় ‘ভুল’ তথ্য দিয়েছেন অশোক দিন্দা। তারপরে অবশ্য বিজেপি বিধায়কের কাছ থেকে নথি চান স্পিকার৷
কলকাতা: কেন্দ্র ২০০কোটি টাকা দিতে ইচ্ছুক৷ নরেন্দ্র মোদির নামাঙ্কিত হকি স্টেডিয়াম৷ সেই কারণে সেই টাকা নেওয়ার জন্য আবেদন জানাচ্ছে না রাজ্য৷ বুধবার বিধানসভায় এমনই অভিযোগে সরব হলেন ময়নার বিজেপি বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা৷ কিন্তু, রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস স্পষ্ট জানিয়ে দিলেন, বিজেপি বিধায়কের এই অভিযোগ অসত্য৷
এদিন নথি দেখিয়ে অরূপ বিশ্বাস দাবি করেন, ২০২০ থেকে ২০২৩, বিভিন্ন সময়ে জলপাইগুড়িতে বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন স্পোর্টস কমপ্লেক্সে প্রস্তাবিত হকি স্টেডিয়াম সহ গোটা বিষয়টির উন্নয়নে একাধিকবার কেন্দ্রীয় ক্রীড়া এবং যুবা মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছেন৷ এ বিষয়ে কেন্দ্রীয় যুব ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি৷ কিন্তু, তার পরেও সমস্যার সমাধান হয়নি৷
advertisement
আরও পড়ুন: ‘দুর্নীতি’ নিয়ে পড়ুয়ার সঙ্গে ‘আমনে-সামনে’ আলোচনা, রাজ্যপালের সঙ্গে দেখা দুই ছাত্রের
এরপরেই বিধানসভায়, বিজেপির বিধায়ক অশোক দিন্দার বিরুদ্ধে তদন্তের দাবি জানান অরূপ বিশ্বাস৷ তাঁর দাবি, বিধানসভায় ‘ভুল’ তথ্য দিয়েছেন অশোক দিন্দা। তারপরে অবশ্য বিজেপি বিধায়কের কাছ থেকে নথি চান স্পিকার৷
advertisement
আরও পড়ুন:‘লোন নিয়েছিলাম, ইন্টারেস্ট সহ ফেরত দিয়েছি,’ বাড়ি কেনা নিয়ে স্পষ্টকথা নুসরতের, তবে এড়িয়ে গেলেন সব প্রশ্নের উত্তর
অন্যদিকে, এদিন প্রশ্নোত্তর পর্বে, বীরপাড়া দলগাঁও রেল স্টেশনের কাছে রেল ওভারব্রিজের দাবি জানান বিজেপি বিধায়ক মনোজ টিগ্গা। তাঁর প্রস্তাবের উত্তরে রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায় বলেন, ‘‘এখন কেন্দ্রের নিয়ম উভয়কে ৫০% করে টাকা দিতে হবে। কেন্দ্রকে বলুন প্রাপ্য টাকা দিতে।’’ সেই কথার প্রেক্ষিতে পাল্টা টিগ্গা বলেন, ‘‘আপনি জমির ব্যবস্থা করে দিন, কেন্দ্র থেকে সম্পূর্ণ অর্থ আনার দায়িত্ব আমার। রাজ্য সরকারের আর্থিক অসুবিধা থাকলে কেন্দ্রের থেকে ১০০% টাকা আমি নিয়ে আসব।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
August 02, 2023 5:10 PM IST