শেষরক্ষা হল না! নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় গ্রেফতার ২
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার নবান্ন অভিযানের দিন রবীন্দ্রসরণীতে মারধর করা হয় কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে। সেই ভিডিও ভাইরাল হয়৷ আর তাতেই গ্রেফতার হয় দুজন৷
নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় গ্রেফতার দুই৷ মঙ্গলবার নবান্ন অভিযানের দিন রবীন্দ্রসরণীতে মারধর করা হয় কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়কে। সেই ভিডিও ভাইরাল হয়৷ আর তাতেই গ্রেফতার হয় দুজন৷ এরপরেই বিকাশ ঘোষ ও রাজকুমার মাইতিকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। দুজনেই এলাকায় ফিরে নজর এড়াতে গোঁফ, দাড়ি কামিয়ে ফেলেছিল। তবে শেষ রক্ষা হয়নি৷ অবশেষে কলকাতা পুলিশের জালে বিকাশ-রাজকুমার।
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে ২৭ জন পুলিশ আহত। একজন অ্যাসিস্টেন্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়ের হাত ভেঙেছে।এমজি রোডে বিক্ষোভকারীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।পুলিশ গাড়ি পোড়ানো ফুটেজ সংগ্রহ করেছে। এই ঘটনায় সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে দাবি লালবাজারে।
আরও পড়ুন - Durga Puja 2022: ‘ঢাকের তালে, কোমর দোলে...’, দুর্গাপুজোয় বাংলাকে নাচাতে তৈরি ঢাকিরা
মঙ্গলবার বিজেপি নবান্ন অভিযান ঘিরে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে। সাঁতরাগাছি, হাওড়া ময়দান, হাওড়া ব্রিজ, এমজি রোড সহ একাধিক জায়গায় বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। হাওড়া ব্রিজে ত্রিস্তরীয় নিরাপত্তা ছিল। কিন্তু বিজেপি কর্মীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয়। তখনই পুলিশকে লক্ষ করে ইট, পাথর, জুতো ছোড়ে বিক্ষোভকারীরা । এরপর পুলিশ জলকামান চালায় ছত্র ভঙ্গ করতে। চালানো হয় টিয়ার গ্যাস। এরপর বিক্ষোভ কারীরা ফেরার সময় এমজি রোডে ফের অশান্তি হয়। স্থানীয়দের দাবি, ফেরার সময় বিক্ষোভ কারীরা পুলিশের গাড়িতে আগুন লাগায় বলে অভিযোগ। যদিও বিজেপির সমীক ভট্টাচাৰ্য এই অভিযোগ খারিজ করে দেন।
advertisement
advertisement
আরও পড়ুন - Durga Puja 2022: ‘ঢাকের তালে, কোমর দোলে...’, দুর্গাপুজোয় বাংলাকে নাচাতে তৈরি ঢাকিরা
আহত পুলিশ আধিকারিক ভর্তি আছেন এস এস কে এম হাসপাতালে। তার শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 16, 2022 12:05 PM IST