Arjun Singh Dibyendu Adhikari: জল্পনা শেষ, দিল্লিতে বিজেপিতে যোগ দিব্যেন্দু-অর্জুনের! জানালেন 'আসল' কারণ
- Reported by:Sujit Bhoumik
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Arjun Singh Dibyendu Adhikari: অর্জুন সিং-কে নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা তুঙ্গে ছিল। শেষমেষ বৃহস্পতিবার তিনি নিজেই ঘোষণা করেন যে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন।
নয়াদিল্লি: শান্তিকুঞ্জে ফুটে গেল আরও একটি পদ্ম। তৃণমূল কংগ্রেস ছেড়ে আনুষ্ঠানিকভাবে আজ, শুক্রবার দিল্লিতে বিজেপির সদর দফতরে পদ্ম শিবিরে যোগ দিলেন তমলুকের বিদায়ী সাংসদ তথা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। বৃহস্পতিবার একই বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন দিব্যেন্দু অধিকারী ও আরও এক বিদায়ী সাংসদ অর্জুন সিং। অর্জুনও এদিন ফিরে গেলেন তাঁর পুরনো দলেই। এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন অর্জুন ও দিব্যেন্দু।
অর্জুন সিং-কে নিয়ে গত কয়েকদিন ধরেই জল্পনা তুঙ্গে ছিল। শেষমেষ বৃহস্পতিবার তিনি নিজেই ঘোষণা করেন যে তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন। অন্যদিকে, গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে তমলুক লোকসভা কেন্দ্র থেকে জয়ী হওয়া দিব্যেন্দু অধিকারীরও বিজেপিতে যোগদান ছিল শুধুই সময়ের অপেক্ষা। তবে আজ দিল্লিতে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে দিব্যেন্দু অধিকারীর বিজেপিতে যোগদান পর্ব হলেও কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে অর্জুন সিংয়ের আজ ঘরওয়াপসি হল চলেছে দিল্লিতে পদ্মের সদর দফতরে।
advertisement
advertisement
বাংলার দুই নেতাকে যোগদান করিয়ে অমিত মালব্য বলেন, ”নরেন্দ্র মোদির পরিবার, বিজেপিতে যোগ দিলেন অর্জুন সিং ও দিব্যেন্দু অধিকারী। এই যোগদান পর্ব থেকেই বোঝা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দলকে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছেন। সন্দেশখালির ঘটনায় পীড়িত হয়েছেন এই দুই সাংসদ। তাই তাঁরা বিজেপিতে যোগ দিলেন।”
advertisement
অমিত মালব্যর সংযোজন, ”পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যরা দুর্নীতিগ্রস্ত। অনেক মন্ত্রী জেল খাটছেন। তাঁদের বিরুদ্ধে তদন্ত চলছে। আইনশৃঙ্খলা বলে কিছু নেই বাংলায়। যাঁরা পশ্চিমবঙ্গের ভাল চান, তাঁদের আমরা বিজেপিতে নিয়ে আসব।” অন্যদিকে, শেষমেশ দল বদল করে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী বলেন, ”আজ আমার জীবনে একটি শুভ দিন। আমি বিজেপি পরিবারের সদস্য হলাম আজ থেকে। নরেন্দ্র মোদি সারা দুনিয়ার নেতা। বাংলায় সন্দেশখালিতে মহিলাদের সঙ্গে যা ঘটেছে, তা নিন্দার ভাষা নেই।” বিজেপিতে যোগদানের জন্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও দাদা শুভেন্দু অধিকারীকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। অর্জুনের মুখেও উঠে এসেছে সন্দেশখালি প্রসঙ্গ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 15, 2024 5:18 PM IST










