বাংলা নয়, যেন দুর্গ! শুধু প্রথম দফার ভোটেই কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কত, জানেন?

Last Updated:

মাত্র ৩০ আসনের জন্য ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এককথায় নজিরবিহীনই বলা চলে।

#কলকাতা: ভোটের বাদ্যি বেজে গিয়েছে বাংলায়। এরই মধ্যে আরও ২১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে বাংলায়। সব মিলিয়ে প্রথম দফা ভোটের আগেই রাজ্যে মজুত থাকছে ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কারণ ভোট শুরু হওয়ার বেশ কিছুদিন আগে থেকেই বাংলায় রয়েছে প্রায় ৫০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ফলে মোট ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে বাংলার প্রথম দফার ভোট। প্রসঙ্গত, প্রথম দফায় বাংলায় ভোট হবে ৩০ আসনে। মাত্র ৩০ আসনের জন্য ৭০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এককথায় নজিরবিহীনই বলা চলে। যদিও কমিশন সূত্রে খবর, ভোটের আগে থেকেই যেভাবে উত্তপ্ত হয়ে উঠছে বাংলার রাজনৈতিক পরিস্থিতি, তাতে কেন্দ্রীয় বাহিনীকে সর্বত্র মজুত রাখা হচ্ছে।
গত ডিসেম্বর মাসেই তৃণমূলের উপর আরও চাপ বাড়াতে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল বিজেপি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিপর্যস্ত, এমনই অভিযোগ তোলা হয়েছিল রাজ্য বিজেপির পক্ষ থেকে। এ বিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনারকে স্মারকলিপিও দেওয়া হয়েছিল।
সামনে যে যে রাজ্যেগুলিতে ভোট রয়েছে সেখানে অবাধ ও সুষ্ঠু ভোটের লক্ষ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভল্লার সঙ্গে বৈঠকে বসেছিলেন নির্বাচন কমিশনের কর্তারা। সেই সূত্রে ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন বারবার কলকাতায় আসছিলেন। নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের তরফে চিফ ইলেকশন কমিশনার সুনীল অরোরা আগেই বলেছিলেন, 'নির্বাচন কমিশন জানে, কী ভাবে এবারের নির্বাচন অবাধ ও সুষ্ঠু ভোট করাতে হবে।' একদা মাও অধ্যুষিত জেলা যেমন, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় জেলাগুলিতে প্রথম থেকেই বেশি বাহিনী মোতায়েন করেছে কমিশন।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত লোকসভা ভোটে গোটা রাজ্যের জন্য কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ছিল ৭৫০ কোম্পানি। আর সেখানে শুধু বাংলার প্রথম দফা ভোটের জন্য মোতায়েন থাকছে প্রায় ৭০০ কোম্পানি বাহিনী। ওয়াকিবহাল মহলের মতে, রাজ্যে আট দফা ভোটের ঘোষণা করেই কমিশন বুঝিয়ে দিয়েছিল বাংলাকে দুর্গ করেই ভোট পরিচালনা করা হবে। বাস্তবে ঘটতেও চলেছে তাই।
advertisement
আগামী ২৭ মার্চ, শনিবার প্রথম দফায় পটাশপুর, কাঁথি উত্তর, ভগবানপুর, খেজুরি, কাঁথি দক্ষিণ, রামনগর, এগরা, দাঁতন, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, কেশিয়াড়ি, খড়গপুর, গড়বেতা, শালবনি, মেদিনীপুর, বিনপুর, বান্দোয়ান, বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পারা, রঘুনাথপুর, শালতোড়া, ছাতনা, রানিবাঁধ, রাইপুর বিধানসভা কেন্দ্রে ভোট হবে। তার আগেই রাজ্যে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর আগমন।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাংলা নয়, যেন দুর্গ! শুধু প্রথম দফার ভোটেই কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা কত, জানেন?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement