Crime Against Woman: ভয়ঙ্কর! প্রথমে শরীরে স্পর্শ, তারপর..., খাস কলকাতায় মাঝ রাস্তায় যা করল অ্যাপ বাইক চালক, জানলে গায়ে কাঁটা দেবে

Last Updated:

Crime Against Woman: কর্মক্ষেত্রে যাওয়ার পথে অ‍্যাপ নির্ভর বাইকে অশালীন আচরণের শিকার এক মহিলা। আরও অভিযোগ মাঝ রাস্তায় বাইকে থেকে নামার পর মহিলার গলার হার ছিনতাই করে নিয়ে পালিয়ে যান বাইক চালক।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: কর্মক্ষেত্রে যাওয়ার পথে অ‍্যাপ নির্ভর বাইকে অশালীন আচরণের শিকার এক মহিলা। আরও অভিযোগ মাঝ রাস্তায় বাইকে থেকে নামার পর মহিলার গলার হার ছিনতাই করে নিয়ে পালিয়ে যান বাইক চালক। ঘটনাস্থল থেকে ১০০ ডায়াল করে পুলিশে অভিযোগ জানান মহিলার। পরে হেস্টিংস থানায় লিখিত অভিযোগ করেন ওই মহিলা।
শ্লীলতাহানি ও ছিনতাইয়ের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে হেস্টিংস থানা। ২২ মে,গত বৃহস্পতিবার আর পাঁচটা দিনের পর কর্মক্ষেত্রে যাওয়ার জন্য অ‍্যাপ নির্ভর বাইক বুকিং করেছিলেন পোর্ট এলাকার এক মহিলা। মধ‍্য কলকাতার এক শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করেন। নিজের বাড়ি থেকে একটি অ্যাপ বাইকে চাপার পর থেকেই তিনি বুঝতে পারেন বাইক চালক কোনও কোনও ভাবে শরীর স্পর্শ করার চেষ্টা করছেন।
advertisement
advertisement
মহিলার অভিযোগ, চালক ও তাঁর বসার মাঝে ব‍্যাগ রেখেছিলেন। সেই ব‍্যাগ প্রথমে সরিয়ে নিতে বলা হয়। এরপরই শুরু হয় মহিলার শরীর স্পর্শ করার চেষ্টা। মহিলার অভিযোগ, তাঁকে ওই চালক বলেন রাস্তা বুঝতে পারছেন না, একটু দেখিয়ে দিতে। মহিলা হাত দিয়ে দিক নির্দেশ করলে ওই চালক মহিলাকে প্রস্তাব দেন কাছে এগিয়ে এসে দেখিয়ে দিতে। মহিলার দাবি, উনি সতর্ক হন। এরপরই চালক তাঁর পিঠ দিয়ে মহিলার শরীর স্পর্শ করার চেষ্টা চালিয়ে যেতে থাকেন।
advertisement
মহিলা প্রতিবাদ করেন। তারপর ফোর্টউইলিয়ামের সাউথ গেটের কাছে জোর করেই বাইক থামাতে বলেন। বাইক থামিয়ে মহিলা নেমে যেতেই তাঁর শরীরে জোরে আঘাত করেন ওই চালক, তেমনটাই অভিযোগ মহিলার। এমনকি গলার হার ছিনতাই করে নিয়ে পালিয়ে যান বাইক চালক, এমনটাও অভিযোগ উঠে। এরপরেই ১০০ ডায়াল করেন ওই মহিলা। ঘটনাস্থলে আসে হেস্টিংস থানার পুলিশ। লিখিত অভিযোগ করেন ওই মহিলা। শুরু হয়েছে তদন্ত।
advertisement
ঘটনার পর পাঁচ দিন কেটে গেলেও এখনও ধরা পড়েনি ওই চালক। অ‍্যাপ নির্ভর ওই বাইক চালকের শুধু নাম পেয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অ‍্যাপ নির্ভর বাইকে যে ফোন নম্বরটিতে অভিযোগকারিনী ফোন করেছিলেন সেটি অ‍্যাপ নির্ভর বাইক সংস্থার। তাদেরকে ইতিমধ্যে চিঠি দিয়েছে কলকাতা পুলিশ। ওই বাইক চালকের বিরুদ্ধে কি অভিযোগ উঠেছে তাও জানানো হয়েছে পুলিশের তরফে। চালকের নাম পরিচয় ঠিকানা বিস্তারিত ভাবে চাওয়া হয়েছে। তদন্ত চলছে বলে দাবি পুলিশের।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Crime Against Woman: ভয়ঙ্কর! প্রথমে শরীরে স্পর্শ, তারপর..., খাস কলকাতায় মাঝ রাস্তায় যা করল অ্যাপ বাইক চালক, জানলে গায়ে কাঁটা দেবে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement