শব্দ, ভাবনা এবং সংস্কৃতির উজ্জ্বল উদযাপন! শুরু হল একাদশতম এপিজে বাংলা সাহিত্য উৎসব

Last Updated:

শুরু হল এপিজে বাংলা সাহিত্য উৎসবের একাদশতম সংস্করণ। যে উৎসবের মূল সূচনাই হয় শব্দ, ভাবনা ও সংস্কৃতির উজ্জ্বল উদযাপনের মাধ্যমে।

শুরু হল এপিজে বাংলা সাহিত্য উৎসব
শুরু হল এপিজে বাংলা সাহিত্য উৎসব
কলকাতা: নভেম্বরের হিমেল এক সন্ধ্যায় বহু প্রতীক্ষা শেষে শুরু হল এপিজে বাংলা সাহিত্য উৎসবের একাদশতম সংস্করণ। যে উৎসবের মূল সূচনাই হল শব্দ, ভাবনা ও সংস্কৃতির উজ্জ্বল উদযাপনের মাধ্যমে। অক্সফোর্ড বুকস্টোরে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট ঐতিহাসিক, লেখক, প্রাবন্ধিক ও ভারততত্ত্ববিদ নৃসিংহপ্রসাদ ভাদুড়ী এবং সঙ্গে ছিলেন অক্সফোর্ড বুকস্টোরের ফেস্টিভ্যাল ডিরেক্টর ও সিইও স্বাগত সেনগুপ্ত।
উদ্বোধনী অনুষ্ঠানের পরেই ভারতীয় পুরাণকথা বিষয়ের উপর একটি মনোজ্ঞ আলোচনামূলক সেশন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৃসিংহপ্রসাদ ভাদুড়ী। এছাড়াও কৃষ্ণা ট্রাস্টের আয়োজনে অভিনেতা, নাট্য ব্যক্তিত্ব, চলচ্চিত্র পরিচালক ও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে প্রকাশিত হল ‘বিস্মৃতির সঙ্গে বেঁচেছিল কৃষ্ণা’।
১১তম এপিজে বাংলা সাহিত্য উৎসবের প্রতিটা সেশন হতে চলেছে বিতর্ক ও আলোচনার বৈচিত্রে সমৃদ্ধ।
advertisement
advertisement
আগামীকাল, ৮ নভেম্বর, উৎসবের দ্বিতীয় দিনে রাজনীতি, প্রকাশনা, কবিতা, সিনেমা এবং নারী-সাহিত্য সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। স্কুলের বাচ্চাদের মনে সাহিত্য অনুসন্ধিৎসা জাগিয়ে তোলার চেষ্টায় দিনের শুরুতেই থাকবে শব্দ নিয়ে নানারকম আকর্ষণীয় খেলা ও বিতর্ক। দ্বিতীয় দিনের উৎসবের প্রধান দুই আকর্ষণ হল দুটি আলোচনাসভা। একটি হল বাংলা নাট্য জগতের অন্যতম খ্যাতনামা নাট্য ব্যক্তিত্ব বাদল সরকারের শতবর্ষ স্মরণে অঞ্জন দত্ত এবং শমীক বন্দ্যোপাধ্যায়ের কথন ও অপরটি বাংলা সিনেমা জগতের কিংবদন্তি ঋত্বিক ঘটকের শতবর্ষে চলচ্চিত্রে তাঁর নান্দনিক উত্তরাধিকার নিয়ে আলোচনা। এই আলোচনায় উপস্থিত থাকবেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং সঞ্জয় মুখোপাধ্যায়। এছাড়াও থাকবে রাজনীতিতে কবিতা বিষয়ক একটি সেশন যেখানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি শ্রীজাত ও অন্যান্যরা। কবিতা, আদর্শ ও সমসাময়িক আলোচনার বিভিন্ন স্তরে বক্তারা নিজেদের মত তুলে ধরে বিভিন্ন বিষয়ে আলোকপাত করবেন। আরও একটি গুরুত্বপূর্ণ সেশনে প্রকাশনা শিল্পের বিবর্তন নিয়ে আলোচনায় যোগ দেবেন দে’জ পাবলিশিং-এর কর্ণধার সুধাংশু শেখর দে এবং আরও বহু অগ্রণী প্রকাশক।
advertisement
সময়ের সঙ্গে কেমন ভাবে বদলাল প্রকাশনা জগৎ, তা নিয়ে হবে কথোপকথন। এছাড়াও থাকছে একটি একক সেশন। সঙ্গীতশিল্পী ও লেখক অনিন্দ্য চট্টোপাধ্যায় কথা বলবেন তাঁর সাহিত্যপথে চলা ও লেখালিখি নিয়ে। কথা বিনিময়ে তাঁর নিজস্ব সাহিত্যজগতের অংশ করে নেবেন শ্রোতাদেরও।
৯ নভেম্বর, উৎসবের তৃতীয় দিনের সেশনগুলি হবে কিছু ক্ষেত্রে উদ্দীপক এবং কিছু ক্ষেত্রে গম্ভীরতার নিরিখে কিছুটা হালকা চালের। তৃতীয় দিনের শুরুই হবে শব্দবাজির সহায়তায় শব্দ নিয়ে বিভিন্ন খেলার মাধ্যমে। তারপরে থাকবে কবিতা ক্লাবের সহযোগিতায় আকর্ষণীয় একটি সেশন। শতবর্ষে গানে গানে কিংবদন্তি সলিল চৌধুরীকে শ্রদ্ধা জানাবেন শ্যামলী আচার্য এবং পরমা দাশগুপ্ত। তৃতীয় দিনে এছাড়াও থাকছে বাংলা সাহিত্যে রহস্য ও ভয় বিষয়ক এক আকর্ষণীয় সেশন।
advertisement
সেশনে আলোচক হিসেবে থাকবেন অপরাজিতা দাশগুপ্ত, মীর আফসার আলি ও অন্যান্যরা। উৎসব শেষ হবে বাংলা সিনেমার বিবর্তন বিষয়ে মননশীল একটি আলোচনার মাধ্যমে। সেশনে অংশ নেবেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী, প্রখ্যাত অভিনেতা শঙ্কর চক্রবর্তী এবং এই জগতের আরও বিশিষ্ট ব্যক্তিত্ব।
এপিজে বাংলা সাহিত্য উৎসবের একাদশতম বার্ষিক কর্মসূচির জলযোগ সহযোগী হিসাবে থাকবে ‘চা বার’। অন্যদিকে অধিবেশন সহযোগী হিসাবে থাকবে শব্দবাজি, সুরজিৎ-ও -বন্ধুরা, কবিতা ক্লাব, ও হিউম্যান অ্যান্ড ইমোশন লার্নিং। উৎসবের জনপ্রিয়তা এবং বিশ্বব্যাপী বাংলা সাহিত্য প্রেমীদের কথা মাথায় রেখে ৭, ৮ এবং ৯ ই নভেম্বর
advertisement
উৎসবের সমস্ত অধিবেশন এপিজে বাংলা সাহিত্য উৎসবের ইউটিউব চ্যানেলে সরাসরি লাইভ সম্প্রচারিত হবে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
শব্দ, ভাবনা এবং সংস্কৃতির উজ্জ্বল উদযাপন! শুরু হল একাদশতম এপিজে বাংলা সাহিত্য উৎসব
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement