Anubrata Mondal: রাতে ঘুমোতে পারেননি, কেমন আছেন অনুব্রত মণ্ডল? আজ কোন পথে সিবিআই?

Last Updated:

Anubrata Mondal: আপাতত অনুব্রত মণ্ডলকে যে হাসপাতালেই ভর্তি রাখা হবে, তা স্পষ্ট৷

কেমন আছেন অনুব্রত?
কেমন আছেন অনুব্রত?
#কলকাতা: কেমন আছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)? বুধবারই সিবিআই দফতরে যাওয়ার কথা ছিল তাঁর, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে গাড়ি ঘুরিয়ে তাঁকে চলে যেতে হয় এসএসকেএম হাসপাতালে। একাধিক সমস্যা ধরা পড়ায় তাঁকে ভর্তি নিয়ে নেওয়া হয় হাসপাতালে। তাঁর হৃদরোগের সমস্যা রয়েছে, তৃণমূল নেতাকে পরীক্ষা করার পর এমনই মনে করছেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা৷ তাঁর জন্য সাত সদস্যের মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। আজও ৭ সদস্যের মেডিকেল বোর্ডের পর্যবেক্ষণে থাকবে
অনুব্রত মণ্ডল।
ফলে আপাতত অনুব্রতকে যে হাসপাতালেই ভর্তি রাখা হবে, তা স্পষ্ট৷ গতকালই অনুব্রত মণ্ডলের দুই আইনজীবী নিজাম প্যালেসে গিয়ে সিবিআই আধিকারিকদের গিয়ে চিঠি দেন। সেখানে অনুব্রত জানান, চাইলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এসএসকেএম হাসপাতালে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে পারেন৷ তাঁর 'মাইল্ড হার্ট অ্যাটাক' হয়েছে বলেও জানান এসএসকেএম হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল৷
advertisement
advertisement
বৃহস্পতিবার হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, অক্সিজেন কম মাত্রায় আছে তাঁর শরীরে। বুকে ব্যথা কিছুটা কম। তবে, ঘুম ভালো হয়নি। আজ আবার মেডিকেল বোর্ড তাঁর শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখবেন। ডায়াবেটিস রয়েছে তৃণমূল নেতার। যদিও অনুব্রতর চিঠির পরিপ্রেক্ষিতে সিবিআই এখনও হাসপাতালের সঙ্গে যোগাযোগ করেনি।
advertisement
প্রসঙ্গত, বুধবারই নিজাম প্যালেসে গিয়ে সিবিআই-এর সামনে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মণ্ডলের৷ কিন্তু সকালে চিনার পার্কের ফ্ল্যাট থেকে বেরিয়ে সরাসরি এসএসকেএম হাসপাতালে যান অনুব্রত৷ সেখানে ইসিজি, ইকোকার্ডিওগ্রাম সহ একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয়৷ হৃদরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডলের নেতৃত্বে গঠিত হয় সাত সদস্যের মেডিক্যাল বোর্ড৷ এসএসকেএম-এর উডবার্ন ওয়ার্ডের ২১১ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন তিনি৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: রাতে ঘুমোতে পারেননি, কেমন আছেন অনুব্রত মণ্ডল? আজ কোন পথে সিবিআই?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement