Anubrata Mondal: জামিন পেয়েই পুরনো দাপটে অনুব্রত মণ্ডল! এমন প্ল্যান সাজিয়েছেন, শুনে চমকে যাচ্ছে সবাই

Last Updated:

Anubrata Mondal: তিহাড় থেকে বেরিয়ে এক মুহূর্ত দিল্লিতে থাকতে চান না তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।

কী প্ল্যান অনুব্রতর?
কী প্ল্যান অনুব্রতর?
কলকাতা: জামিন পেয়েই কি পুরনো দাপটে ফিরছেন অনুব্রত মণ্ডল? সূত্রের খবর, ঘনিষ্ঠ এবং আইনজীবীদের কাছে তাঁর দাবি, তিহাড় থেকে বাইরে পা রেখেই নিরাপত্তা চাই তাঁর। দিল্লি পুলিশের তরফে অনুব্রতকে নিরাপত্তা দেওয়ার কোনও সম্ভাবনা নেই। তাই, বেসরকারি নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা যায় কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে বলে খবর।
তিহাড় থেকে বেরিয়ে এক মুহূর্ত দিল্লিতে থাকতে চান না তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত। সোমবার রাতেই কলকাতা ফেরার ফ্লাইট-এর টিকিটের ব্যবস্থা করা হচ্ছে বলে অনুব্রতর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর।
advertisement
সব ঠিক থাকলে, তিহাড় থেকে সোজা দিল্লি বিমানবন্দরের দিকেই রওনা হবেন অনুব্রত। কলকাতা বিমানবন্দর থেকে বেরিয়ে রাজ্য পুলিশের নিরাপত্তা না পাওয়া পর্যন্ত বেসরকারি নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা যায় কিনা, তার চেষ্টা করা হচ্ছে।
advertisement
অনুব্রতর সঙ্গে ফিরতে পারেন সদ্য জামিন প্রাপ্ত তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও। জামিন পাওয়ার পর থেকে দিল্লিতেই গোপন ঠিকানায় আছেন সুকন্যা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: জামিন পেয়েই পুরনো দাপটে অনুব্রত মণ্ডল! এমন প্ল্যান সাজিয়েছেন, শুনে চমকে যাচ্ছে সবাই
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement