যে নিজাম প্যালেস এড়াচ্ছিলেন বারবার, আজ রাত থেকে সেই ঠিকানাতেই অনুব্রত মণ্ডল
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Anubrata Mondal: বৃহস্পতিবার আসানসোল আদালতে অনুব্রত মণ্ডলকে পেশ করার সময় দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান সিপিএম ও বিজেপির দলীয় সমর্থেকরা। ভিড়ের মধ্যে থেকে ‘চোর চোর’ কটাক্ষও ছুড়ে দেওয়া হয়।
#কলকাতা: গরু পাচার কাণ্ডে সিবিআই-এর হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডলকে ২০ অগাস্ট পর্যন্ত সিবিআই হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ আদালত। আর এই নির্দেশের পরই স্পষ্ট হয়ে যায়, আর আসানসোল বা বীরভূম নয়, বৃহস্পতিবার রাতেই কলকাতার নিজাম প্যালেসে নিয়ে আসা হচ্ছে অনুব্রতকে। তৃণমূল নেতার আইনজীবী সঞ্জীব দাঁ বলেন, ‘‘হেফাজতে থাকাকালীন অনুব্রত অসুস্থ হলে তাঁকে কলকাতার কম্যান্ড হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করা হবে।’’ এমনই নির্দেশ দিয়েছে আদালত।
বৃহস্পতিবার আসানসোল আদালতে অনুব্রতকে পেশ করার সময় দলীয় পতাকা হাতে বিক্ষোভ দেখান সিপিএম ও বিজেপির দলীয় সমর্থেকরা। ভিড়ের মধ্যে থেকে ‘চোর চোর’ কটাক্ষও ছুড়ে দেওয়া হয়। বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ অনুব্রতর বাড়িতে যায় সিবিআই। এর পর সাড়ে ১১টা নাগাদ অনুব্রতকে নিয়ে তাঁর নিচুপট্টির বাড়ি থেকে বেরোন তদন্তকারীরা। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর সেই সময়ই অনুব্রতকে গ্রেফতার করে সিবিআই।
advertisement
advertisement
এদিন বাড়িতে ঢুকেই ভিতরে অনুব্রতকে জিজ্ঞাসাবাদ শুরু করেন সিবিআই তদন্তকারীরা। বাইরে থেকে বন্ধ করা হয় বাড়ির গেট। তৃণমূল জেলা সভাপতির নিরাপত্তা রক্ষীদের সরিয়ে নিচুপট্টি এলাকার দখল নেয় কেন্দ্রীয় বাহিনী। গরুপাচার মামলায় ১০ বার অনুব্রতকে তলব করেছিল সিবিআই। কিন্তু মাত্র একবার হাজিরা দেন তৃণমূল জেলা সভাপতি। অসুস্থতার কথা বলে গতকালও হাজিরা এড়িয়ে যান অনুব্রত। শারীরিক সমস্যার কারণে ১৪ দিনের জন্য ফের সময় চেয় নেন। কিন্তু সেই সময় তাঁকে দিল না সিবিআই। এদিনই গ্রেফতার করা হল অনুব্রত মণ্ডলকে।
advertisement
সিবিআই সূত্রে খবর, প্রথমে অ্যারেস্ট মেমো-তে সই করতে রাজি হচ্ছিলেন না অনুব্রত। কিন্তু শেষমেশ হাল ছেড়ে দেন বীরভূমের 'বেতাজ বাদশা'।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 11, 2022 7:25 PM IST