ভর্তি নিল না এসএসকেএম, এবার কী করবেন অনুব্রত! নজর রাখছে সিবিআই

Last Updated:

মেডিক্যাল বোর্ডের সদস্য সিংহভাগ চিকিৎসকই মত দেন, এই মুহূর্তে তৃণমূল নেতাকে হাসপাতালে ভর্তি রাখার প্রয়োজন নেই৷

চাপ বাড়ল অনুব্রতর৷
চাপ বাড়ল অনুব্রতর৷
#কলকাতা: অনু্ব্রত মণ্ডলকে ভর্তি নিল না এসএসকেএম হাসপাতাল৷ সিবিআই তলব এড়িয়ে এ দিন এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে হাজির হয়েছিলেন তৃণমূল নেতা৷ অনুব্রতর জন্য উডবার্ন ব্লকে তৈরি রাখা হয়েছিল কেবিনও৷ কিন্তু বেশ কয়েক রকমের পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়ে দেন, আপাতত হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই তৃণমূল জেলা সভাপতির৷
এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা তাঁকে ভর্তি না নেওয়ায় অনুব্রতর উপরে সিবিআই হাজিরার চাপ আরও বাড়ল৷ গরু পাচার মামলায় এ দিন তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল৷
এসএসকেএম হাসপাতালে এ দিন অনুব্রত মণ্ডলের ইসিজি, ব্লাগ সুগার, লিভার ফাংশন টেস্ট, ইউরিন কালচার পরীক্ষা করা হয়৷ শ্বাসকষ্ট থাকায় পালমনারি ফাংশন টেস্টও করা হয়৷
advertisement
advertisement
যদিও হাসপাতাল সূত্রে খবর, অনুব্রতর হৃদযন্ত্রে কোনও সমস্যা পাননি হৃরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল৷ ইসিজি-তেও কোনও সমস্যা মেলেনি৷ এই মুহূর্তে ইকো কার্ডিওগ্রাফি করারও প্রয়োজন নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা৷
অনুব্রত সিবিআই-কে ই মেল করে ফিসচুলার সমস্যার কথা জানিয়েছিলেন৷ সূত্রের খবর, কিছুদিন আগেই তৃণমূল নেতার ফিসচুলা সার্জারি হয়৷ এই মুহূর্তে তৃণমূল নেতার এই সংক্রান্ত কোনও সমস্যা খুঁজে পাননি চিকিৎসকরা৷ সার্জারি বিভাগের প্রধান চিকিৎসকও জানিয়ে দেন, অনুব্রতকে হাসপাতালে ভর্তি নেওয়ার প্রয়োজন নেই৷
advertisement
অন্যদিকে এন্ডোক্রিনোলজি বিভাগের বিভাগীয় প্রধান চিকিৎসক অনুব্রতকে পরীক্ষা করে জানান, তাঁর কোলেস্টেরল, ব্লাড সুগার স্বাভাবিকের থেকে সামান্য বেশি থাকলেও সেগুলি বাড়িতেই ওষুধ খেয়ে সারানো সম্ভব৷ হাসপাতালে ভর্তি থাকার কোনও দরকার নেই৷
অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষায় সাত সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল৷ কিন্তু সেই মেডিক্যাল বোর্ডের সদস্য সিংহভাগ চিকিৎসকই মত দেন, এই মুহূর্তে তৃণমূল নেতাকে হাসপাতালে ভর্তি রাখার প্রয়োজন নেই৷
advertisement
এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি না নেওয়ায় স্বভাবতই অসুস্থতার অজুহাতে অনুব্রতর পক্ষে সিবিআই হাজিরা এড়ানো মুশকিল৷ ফলে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি এখন কী করেন, সেদিকেই নজর সবার৷ অনুব্রতর গতিবিধির উপরে নজর রাখছে সিবিআই-ও৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভর্তি নিল না এসএসকেএম, এবার কী করবেন অনুব্রত! নজর রাখছে সিবিআই
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement