ভর্তি নিল না এসএসকেএম, এবার কী করবেন অনুব্রত! নজর রাখছে সিবিআই

Last Updated:

মেডিক্যাল বোর্ডের সদস্য সিংহভাগ চিকিৎসকই মত দেন, এই মুহূর্তে তৃণমূল নেতাকে হাসপাতালে ভর্তি রাখার প্রয়োজন নেই৷

চাপ বাড়ল অনুব্রতর৷
চাপ বাড়ল অনুব্রতর৷
#কলকাতা: অনু্ব্রত মণ্ডলকে ভর্তি নিল না এসএসকেএম হাসপাতাল৷ সিবিআই তলব এড়িয়ে এ দিন এসএসকেএম হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে হাজির হয়েছিলেন তৃণমূল নেতা৷ অনুব্রতর জন্য উডবার্ন ব্লকে তৈরি রাখা হয়েছিল কেবিনও৷ কিন্তু বেশ কয়েক রকমের পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়ে দেন, আপাতত হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই তৃণমূল জেলা সভাপতির৷
এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা তাঁকে ভর্তি না নেওয়ায় অনুব্রতর উপরে সিবিআই হাজিরার চাপ আরও বাড়ল৷ গরু পাচার মামলায় এ দিন তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে বলা হয়েছিল৷
এসএসকেএম হাসপাতালে এ দিন অনুব্রত মণ্ডলের ইসিজি, ব্লাগ সুগার, লিভার ফাংশন টেস্ট, ইউরিন কালচার পরীক্ষা করা হয়৷ শ্বাসকষ্ট থাকায় পালমনারি ফাংশন টেস্টও করা হয়৷
advertisement
advertisement
যদিও হাসপাতাল সূত্রে খবর, অনুব্রতর হৃদযন্ত্রে কোনও সমস্যা পাননি হৃরোগ বিশেষজ্ঞ সরোজ মণ্ডল৷ ইসিজি-তেও কোনও সমস্যা মেলেনি৷ এই মুহূর্তে ইকো কার্ডিওগ্রাফি করারও প্রয়োজন নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা৷
অনুব্রত সিবিআই-কে ই মেল করে ফিসচুলার সমস্যার কথা জানিয়েছিলেন৷ সূত্রের খবর, কিছুদিন আগেই তৃণমূল নেতার ফিসচুলা সার্জারি হয়৷ এই মুহূর্তে তৃণমূল নেতার এই সংক্রান্ত কোনও সমস্যা খুঁজে পাননি চিকিৎসকরা৷ সার্জারি বিভাগের প্রধান চিকিৎসকও জানিয়ে দেন, অনুব্রতকে হাসপাতালে ভর্তি নেওয়ার প্রয়োজন নেই৷
advertisement
অন্যদিকে এন্ডোক্রিনোলজি বিভাগের বিভাগীয় প্রধান চিকিৎসক অনুব্রতকে পরীক্ষা করে জানান, তাঁর কোলেস্টেরল, ব্লাড সুগার স্বাভাবিকের থেকে সামান্য বেশি থাকলেও সেগুলি বাড়িতেই ওষুধ খেয়ে সারানো সম্ভব৷ হাসপাতালে ভর্তি থাকার কোনও দরকার নেই৷
অনুব্রত মণ্ডলের স্বাস্থ্য পরীক্ষায় সাত সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল৷ কিন্তু সেই মেডিক্যাল বোর্ডের সদস্য সিংহভাগ চিকিৎসকই মত দেন, এই মুহূর্তে তৃণমূল নেতাকে হাসপাতালে ভর্তি রাখার প্রয়োজন নেই৷
advertisement
এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি না নেওয়ায় স্বভাবতই অসুস্থতার অজুহাতে অনুব্রতর পক্ষে সিবিআই হাজিরা এড়ানো মুশকিল৷ ফলে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি এখন কী করেন, সেদিকেই নজর সবার৷ অনুব্রতর গতিবিধির উপরে নজর রাখছে সিবিআই-ও৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভর্তি নিল না এসএসকেএম, এবার কী করবেন অনুব্রত! নজর রাখছে সিবিআই
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement