Anubrata Mondal | Tihar Jail: ‘বিবেক বলে কিছু নেই? মেয়েটাকেও গ্রেফতার করলেন!’, ইডি আধিকারিকের হাত ধরে ভেঙে পড়লেন অনুব্রত মণ্ডল

Last Updated:

হিসেবমতো, আগামী ২ দিনের মধ্যেই ইডির গ্রেফতারির ৬০ দিন সম্পূর্ণ হচ্ছে অনুব্রতর৷ তার মধ্যেও একাধিক শুনানি, ঘটনাবলি ঘিরে ক্রমশই অনুব্রতর জীবনে ঘনিয়ে এসেছে হতাশা৷ বারবার সেই কথা শরীরেও ফুটে উঠেছে অনুব্রতের৷

কলকাতা: সময়টা একেবারেই ভাল যাচ্ছে না অনুব্রত মণ্ডলের৷ বৃহস্পতিবার তাঁর জেল বদলের আর্জিও খারিজ করে দিল দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালত। গরু পাচার মামলায় বীরভূমের বাড়ি থেকেই তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতাকে গ্রেফতার করেছিল সিবিআই৷ তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে৷ দীর্ঘ আইনি লড়াইয়ের পরেও গত ৬ মে অনুব্রতকে গ্রেফতার করেছে ইডি৷ ৭ মে তাঁকে নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে৷ আসানসোল সংশোধনাগার থেকে এখন দিল্লির তিহাড় জেলে ঠাঁই হয়েছে কেষ্টর৷ গ্রেফতার হয়েছেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলও৷
হিসেবমতো, আগামী ২ দিনের মধ্যেই ইডির গ্রেফতারির ৬০ দিন সম্পূর্ণ হচ্ছে অনুব্রতর৷ তার মধ্যেও একাধিক শুনানি, ঘটনাবলি ঘিরে ক্রমশই অনুব্রতর জীবনে ঘনিয়ে এসেছে হতাশা৷ বারবার সেই কথা শরীরেও ফুটে উঠেছে৷ এদিন আদালত কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত বলেন, ‘‘মেয়ের সঙ্গে এখনও কথা হয়নি অনুব্রতর। শনিবার কথা হবে।’’
আরও পড়ুন: অভিষেকের বাড়ির সামনে দিয়ে যাবে ডিএ-র মিছিল? বড় রায় দিলেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা
সূত্রের খবর, শরীর স্বাস্থ্যও নাকি ভাল নেই কেষ্টর৷ তিহাড়ের চিকিৎসকেরা জানিয়েছেন, অনুব্রতের হার্টের ৭৫ শতাংশ ব্লকেজ রয়েছে। সমস্যা রয়েছে লিভারেও। আদালতে নাকি ইডি অফিসারদের হাত ধরে কাতর আর্জি জানিয়েছেন অনুব্রত। কেষ্টকে বলতে শোনা গিয়েছে, ‘‘বিবেক বলে তো কিছু আছে। মেয়েটাকেও গ্রেফতার করলেন! বিবেক বলে কিছু নেই?’’
advertisement
advertisement
আরও পড়ুন: ‘কালীঘাটের কাকু’র বাড়িতে CBI! কেন্দ্রীয় বাহিনী নিয়ে একসঙ্গে পার্থ ঘনিষ্ঠ ৭ জায়গায় তল্লাশি, এবার কোন সূত্র?
বাবার গ্রেফতারের ৯ মাসের মধ্যে গ্রেফতার করা হয়েছে মেয়েকে। অনুব্রত মণ্ডলের গ্রেফতারের ৯ মাস পর ইডির হাতে গ্রেফতার হয়েছেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল। দিল্লির ইডি অফিসে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় তাঁকে। ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই বারংবার জেরার মুখে পড়ে হাউহাউ করে কেঁদে ফেলেছেন সুকন্যা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal | Tihar Jail: ‘বিবেক বলে কিছু নেই? মেয়েটাকেও গ্রেফতার করলেন!’, ইডি আধিকারিকের হাত ধরে ভেঙে পড়লেন অনুব্রত মণ্ডল
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement