#কলকাতা: ‘আমি তো আমার শপথ রেখেছি অক্ষরে অক্ষরে / যারা প্রতিবাদী তাদের জীবন দিয়েছি নরক করে ৷’
নন্দীগ্রাম ঘটনার পর শঙ্খ ঘোষের কবিতাতে তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতি ৷ আরও একবার সেই স্মৃতি উস্কে দিল পঞ্চায়েত ভোট নিয়ে শঙ্খ ঘোষের কবিতা ৷ কবিতা লিখেই বিপাকে পরলেন শঙ্খ ঘোষ ৷ পুরুলিয়ার জঙ্গলমহলে নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে শঙ্খ ঘোষকে আক্রমণ করলেন কেষ্ট ৷ নজরুল কিংবা রবীন্দ্রনাথ ৷ এরাই নাকি কবি ৷ শঙ্খ ঘোষ আবার কেমন কবি ? এমন মন্তব্য করেই শঙ্খ ঘোষকে বেনজির আক্রমণ অনুব্রতর ৷
রাজনীতির আঙিনায় তিনি বরাবরই নিরপেক্ষ থেকেছেন ৷ কিন্তু পঞ্চায়েত ভোট নিয়ে দিনকে দিন জটিলতা বেড়েছে ৷ তাই শেষমেষ নিস্তব্ধতা ভেঙে নিজের হাতে কলম তুলে নিতে বাধ্য হলেন কবি শঙ্খ ঘোষ ৷ কলম দিয়েই প্রতিবাদ চালিয়েছেন তিনি ৷
কী ছিল সেই কবিতা ?
“সবাই শুধু মিথ্যে রটায় পথগুলি সব দেদার খোলা যার খুশি আয় বিরুদ্ধতায়
যথার্থ এই বীরভূমি উত্তাল ঢেউ পেরিয়ে এসে পেয়েছি শেষ তীরভূমি
দেখ খুলে তোর তিন নয়ন রাস্তা জুড়ে খড়্গ হাতে দাঁড়িয়ে আছে উন্নয়ন
সবাই আমায় কর তোয়াজ ছড়িয়ে যাবে দিগ্বিদিকে মুক্ত গণতন্ত্র আজ।”
‘রাস্তা জুড়ে খড়্গ হাতে/ দাঁড়িয়ে আছে উন্নয়ন ৷’ এই একটা লাইনেই বিতর্ক ক্রমশ জোরাল হয়েছে ৷ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে তা সোশ্যাল মিডিয়াতে ৷ এমনকী, কবিতা লিখে বীরভূমের কেষ্ট তথা অনুব্রতের কটাক্ষের মুখে পড়লেন কবি শঙ্খ ঘোষ ৷
অনুব্রত মণ্ডল বলেন, ওঁর ওই নাম রাখা ভুল হয়েছে ৷ এতে শঙ্খের অপমান ৷ শঙ্খ ঘোষ লিখতে জানেন না ৷ শঙ্খ ঘোষ মিথ্যাবাদী কবি ৷ রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে ৷