কলকাতায় ফের অঙ্গদানের নজির, দান করা হল মহিলার দুটি কিডনি, লিভার এবং কর্নিয়া

Last Updated:

শনিবার ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ব্রেন ডেথ হয় ৩৯ বছর বয়সী এক মহিলার। তাঁর দেহের অঙ্গদানে সম্মতি দেন পরিবার।

#কলকাতা : মৃত্যুতেই কি সব শেষ? না। প্রাণ শরীর ছাড়লেও চালিয়ে যেতে পারেন বাঁচা, অন্যের শরীরে। মস্তিষ্কের মৃত্যুতেও হতে পারে একই পন্থা। অঙ্গদান নতুন জীবনের এক অঙ্গীকার। শনিবার ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ব্রেন ডেথ হয় ৩৯ বছর বয়সী এক মহিলার। তাঁর দেহের অঙ্গদানে সম্মতি দেন পরিবার। বেসরকারি হাসপাতাল থেকে কথা বলা হয় স্বাস্থ্য দফতরে । সিদ্ধান্ত হয় অঙ্গদানের। এরপর চিকিৎসকরা ওই মহিলার দেহ থেকে দুটি কিডনি, লিভার এবং কর্ণিয়া নেওয়ার কথা জানান।
স্বাস্থ্য দফতরের এক কর্তা জানিয়েছেন, ব্রেন ডেথ হওয়া ৩৯ বছরের ওই মহিলার দুটি কিডনির একটি পাবেন কমান্ড হাসপাতালে চিকিৎসাধীন ৪০ বছরের এক ব্যাক্তি, অপর কিডনি পাবেন মুকুন্দপুর অঞ্চলের আর এন টেগোর হাসপাতালে ভর্তি থাকা ৪১ বছর বয়সী একজন। লিভার পাবেন এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন বছর ৪২-এর একজন রোগী। কর্নিয়া সংরক্ষণ করার জন্যে পাঠানো হয়েছে উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলের দিশা আই হসপিটালে। হৃদযন্ত্র দেহ থেকে নিয়ে ভিন রাজ্যে পাঠানোর পরিকল্পনা করা হলেও, শেষ মুহূর্তে কিছু টেকনিক্যাল সমস্যার জন্যে তা বাতিল করতে হয় রোটর সদস্যদের।
advertisement
দক্ষিণ কলকাতার হরিদেবপুর-এর বাসিন্দা ৩৯ বছর বয়সী ওই মহিলা এপিলেপসিতে আক্রান্ত ছিলেন। তাঁর যখন ১৭ বছর বয়েস তখন থেকেই চলত চিকিৎসা। ব্রেন ডেথ হওয়া ওই মহিলার পরিবারের সদস্যরা জানিয়েছেন, চলতি মাসের ২৯ তাঁর স্বামী  মর্নিং ওয়াক করে ফিরে এসে দেখেন ঘরের মেঝেতে উপুড় হয়ে পড়ে আছেন ওই মহিলা। গুরুতর আঘাত লাগে মাথায়। রক্তক্ষরণও হয়। তাঁকে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ারর ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না  মহিলা। চিকিৎসকরা ৩০ তারিখ বিকেল সাড়ে ৪ টে এবং রাত সাড়ে ১০ টা নাগাদ মস্তিষ্কের দুটি পরীক্ষার মাধ্যমে ব্রেন ডেথ-এর কথা জানান পরিবারকে। এরপর পরিবারের সদস্যরা স্থির করেন অঙ্গদানের। সেই মোতাবেক শনিবার রাতে কলকাতা পুলিশের সহযোগিতায় গ্রিন করিডোর করে অঙ্গ পৌঁছে দেওয়া হয় নির্দিষ্ট হাসপাতালগুলিতে।
advertisement
advertisement
Onkar Sarkar
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
কলকাতায় ফের অঙ্গদানের নজির, দান করা হল মহিলার দুটি কিডনি, লিভার এবং কর্নিয়া
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement