অশালীন ভয়েস মেসেজ, পর্নোগ্রাফি লিঙ্ক! পথ কুকুরদের আশ্রয় দিতে গিয়ে দমদমে এ কী হল পশুপ্রেমী মহিলার সঙ্গে?

Last Updated:

দমদমের নাগেরবাজারে পথ কুকুরদের আশ্রয় ও চিকিৎসার ব্যবস্থা করতে গিয়ে এক পশুপ্রেমী মহিলা বাড়িওয়ালার ছেলের দ্বারা যৌন হেনস্থার শিকার হন! তার পর?

অশালীন ভয়েস মেসেজ, পর্নোগ্রাফি লিঙ্ক! পথ কুকুরদের আশ্রয় দিতে গিয়ে দমদমে এ কী হল পশুপ্রেমী মহিলার সঙ্গে?
অশালীন ভয়েস মেসেজ, পর্নোগ্রাফি লিঙ্ক! পথ কুকুরদের আশ্রয় দিতে গিয়ে দমদমে এ কী হল পশুপ্রেমী মহিলার সঙ্গে?
কলকাতা: পথ কুকুরদের আশ্রয় ও চিকিৎসার ব্যবস্থা করতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হলেন এক পশুপ্রেমী মহিলা। ঘটনাটি ঘটেছে দমদমের নাগেরবাজার থানার অন্তর্গত এলাকায়। অভিযোগ, বাড়ি ভাড়া নেওয়ার কিছুদিন পর থেকেই শুরু হয় হেনস্থার পালা। অশালীন মন্তব্য, অঙ্গভঙ্গি, পর্নোগ্রাফির লিঙ্ক পাঠানো থেকে শুরু করে শারীরিক নিগ্রহের হুমকি— সব মিলিয়ে এক নির্মম অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয় ওই মহিলাকে।

কী ঘটেছিল?

এক বছর আগে দমদম মিউনিসিপ্যাল লেনে একটি বাড়ির নিচতলার অংশ ভাড়া নেন ওই পশুপ্রেমী মহিলা। উদ্দেশ্য ছিল, পথ কুকুরদের জন্য একটি নিরাপদ আশ্রয় এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা। তবে অভিযোগ, ভাড়া নেওয়ার কিছুদিনের মধ্যেই বাড়িওয়ালার ছেলে অশালীন মন্তব্য ও ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করতে শুরু করে তাঁর ও তাঁর সঙ্গীদের উদ্দেশে।
advertisement
advertisement
চলতি মে মাসের তৃতীয় সপ্তাহে পরিস্থিতি চরমে পৌঁছায়। বাড়িওয়ালার ছেলে মহিলাকে হোয়াটসঅ্যাপে অশালীন ভয়েস মেসেজ ও পর্ণগ্রাফির লিঙ্ক পাঠাতে থাকে। মহিলা তৎক্ষণাৎ এর প্রতিবাদ করে বিষয়টি বাড়িওয়ালাকে জানান। কিন্তু অভিযোগ, তিনি উল্টে বলেন, ‘‘ছেলের সঙ্গে গিয়ে দেখা করুন।’’
advertisement
এই ঘটনার পর নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা। কিন্তু অভিযোগ, বারবার থানায় গেলেও প্রথম সাত দিন কোনও এফআইআর নেওয়া হয়নি। এরপর অবশেষে সোমবার ভারতীয় ন্যায় সংহিতার যৌন হেনস্থার ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।
অশালীন ভয়েস মেসেজ, পর্নোগ্রাফি লিঙ্ক! পথ কুকুরদের আশ্রয় দিতে গিয়ে দমদমে এ কী হল পশুপ্রেমী মহিলার সঙ্গে?
advertisement
অশালীন ভয়েস মেসেজ, পর্নোগ্রাফি লিঙ্ক! পথ কুকুরদের আশ্রয় দিতে গিয়ে দমদমে এ কী হল পশুপ্রেমী মহিলার সঙ্গে?
এখানেই শেষ নয়— পশুপ্রেমী মহিলার আরও অভিযোগ, অভিযোগ দায়েরের পর বাড়িওয়ালা তাঁকে হুমকি দিতে শুরু করেন। এমনকি পাড়ার লোকজন এনে শারীরিক নিগ্রহ করার ভয় দেখানো হয় বলেও অভিযোগ।

কী বলছে পুলিশ?

advertisement
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। যদিও ঘটনা নিয়ে বাড়িওয়ালার কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

পশুপ্রেমের পথেই বিভীষিকা

পথ কুকুরদের জন্য আশ্রয় তৈরির noble উদ্যোগ যে এমন ভয়ঙ্কর সামাজিক প্রতিক্রিয়ার মুখে পড়তে পারে, তা হয়তো কল্পনাও করতে পারেননি ওই মহিলা। সমাজে পশুপ্রেমের মতো মানবিক উদ্যোগকে নিয়ে এমন আচরণ ঘৃণ্য বলেই মনে করছেন পশুপ্রেমী মহল। ঘটনায় ন্যায়বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠেছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অশালীন ভয়েস মেসেজ, পর্নোগ্রাফি লিঙ্ক! পথ কুকুরদের আশ্রয় দিতে গিয়ে দমদমে এ কী হল পশুপ্রেমী মহিলার সঙ্গে?
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১০ নভেম্বর, ২০২৫ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী
  • সাপ্তাহিক রাশিফল ১০ – ১৬ নভেম্বর, ২০২৫

  • দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

  • দেখে নিন সাপ্তাহিক রাশিফল

VIEW MORE
advertisement
advertisement