জন্মাষ্টমীতে ব্যাপক চমক আমূলের, কী এমন লেখা বিজ্ঞাপনে...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Amul || আলোড়ন শুরু বিজ্ঞাপনের ক্যাপশনে, যেখানে লেখা ‘কেষ্টা বেটাই চোর’।
শ্রীকৃষ্ণ আর মাখন চুরির উপাখ্যান কে না জানে! তবে হ্যাঁ, চুরি ধরা পড়ার পরে সবসময় তিরস্কারের বদলে পুরস্কারই পেতেন কৃষ্ণ। পুরাণ মতে, ছোট্ট কৃষ্ণের এই কাজে সাহায্য করত তার ছোট্ট ছোট্ট বন্ধুরাও। ভারতের বহু জায়গায় দইয়ের হাঁড়ি ভাঙার প্রথা তো সেখান থেকেই। গোপীরাও বাটি ভরে ননী দিতেন। আর সেই মাখন চুরি নিয়েই বিজ্ঞাপন বানিয়ে তাক লাগিয়ে দিল আমূল৷ জনপ্রিয় এই দুগ্ধপ্রস্তুতকারী সংস্থা বারবারই বিজ্ঞাপনে চমক লাগায়৷ তবে এবারেরটা একটু আলাদা৷
আজ জন্মাষ্টমী৷ সংস্থার ওই বিজ্ঞাপনে রয়েছে জন্মাষ্টমীর শুভেচ্ছা৷ নীচে একটি মাখনের বাক্স, যার ঢাকনাটি একটু খোলা। একটু মাখন খাওয়াও হয়ে গিয়েছে ইতিমধ্যে৷ বলা ভাল চুরি হয়েছে, বাকি আরও কিছুটা৷ আলোড়ন শুরু বিজ্ঞাপনের ক্যাপশনে, যেখানে লেখা ‘কেষ্টা বেটাই চোর’।
advertisement
পংক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পুরাতন ভৃত্য’কবিতার লাইন। কবি লিখেছিলেন, ভূতের মতন চেহারা যেমন র্নিবোধ অতি ঘোর—
advertisement
যা- কিছু হারায়, গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর। সে তো শ্রীকৃষ্ণকেই কেষ্ট বলা হয়, এ আর এমন কী চমক! তবে বিষয়টা কিন্তু এত লঘু নয় বলেই মনে করছেন রাজনৈতিক মহল৷ কেষ্ট নামের যে একটি রাজনৈতিক ব্যঞ্জনাও রয়েছে, এই প্রেক্ষাপটে সেটা তো কারও অজানা নয়৷ তার সঙ্গে আবার যুক্ত হয়েছে ‘চোর’৷ ফলে তা বিতর্কিত বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
advertisement
আরও পড়ুন - উপোস থেকে কেক বানাচ্ছেন কারিগর! এবার জন্মষ্টমীর বিশেষ প্রসাদ, গোপালের জন্য তৈরি কেক
রাজনৈতিক কারবারিদের মতে, বঙ্গ রাজনীতি তোলপাড় যেই বিষয়কে ঘিরে সঠিক দিনে সময়োপযোগী ভাবে সেই বিষয়টিকে তুলে ধরা হয়েছে৷ ওই সংস্থা অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করেনি৷ অনেকেই অসন্তুষ্ট৷ অনেকেই বলেছেন, 'শ্রীকৃষ্ণকে এখানে টেনে আনবেন না।' তবে লাইক শেয়ারের বন্যা বয়েছে ইতিমধ্যে৷ আমূলের দুষ্টু বিজ্ঞাপনে যে বেশ মজেছে বঙ্গবাসী, সে কথা বলাই বাহুল্য৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 19, 2022 1:16 PM IST