#কলকাতা: উপকূলবর্তী অঞ্চলে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু করে ফেলেছে শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান ৷ আবহাওয়া দফতর জানিয়েছে, দিন এগোতেই আরও তেজ বাড়বে আমফানের ৷ ইতিমধ্যেই কলকাতার রাস্তায় গাছপালা ভেঙে পড়েছে বলে খবর রয়েছে ৷
আমফানের তেজের চোটে উত্তাল হয়ে উঠেছে কলকাতার গঙ্গাবক্ষও ৷ জলের তোর ও ঢেউ চোখে পড়ার মতো ৷ ভিডিওতে দেখুন কলকাতার জজ ঘাটের কী অবস্থা৷