Amphan Cyclone| মোবাইলে টাওয়ার নেই, সমস্যা ইন্টারনেট ব্যবহারেও
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
বুধবার থেকে অনেক এলাকায় বন্ধ করা হয়েছে ইলেকট্রিক কনেকশন৷ তাই মোবাইলের চার্জ দেওয়াও সম্ভব হয়নি৷ এখনও পর্যন্ত অনেকের ফোন বন্ধ হয়ে গিয়েছে৷
#কলকাতা: আমফানের প্রভাবে বিপর্যস্ত গোটা বাংলার পরিস্থিতি৷ আপাতত ঝড় ও বৃষ্টির প্রভাব থামেছে ঠিকই, কিন্তু ধ্বংসের ছবি চারিদিকে৷ বিশেষ করে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরের অবস্থা ভয়াবহ৷ চারিদিকে ভেঙেছে গাছ, ছিঁড়েছে বিদ্যুতের তার৷ এরই মধ্যে বিদ্যুত সংযোগ বন্ধ হয়েছে বহু এলাকায়৷ নেই মোবাইল পরিষেবা৷ আমফানে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ সহ কলকাতা৷ মোবাইল ব্যবহার করতে সমস্যা হচ্ছে গ্রাহকদের৷ একইভাবে সমস্যা তৈরি হয়েছে ইন্টারনেট ব্যবহারেও৷ কার্যত যোগাযোগ বিচ্ছন্ন হয়েছে৷ কোথায় কী অবস্থা অনেকেই তা জানাতেও পারছেন না৷ বৃহস্পতিবারও যে পরিষেবা স্বাভাবিক হবে না, সেটাই জানা গিয়েছে৷
বুধবার থেকে অনেক এলাকায় বন্ধ করা হয়েছে ইলেকট্রিক কনেকশন৷ তাই মোবাইলের চার্জ দেওয়াও সম্ভব হয়নি৷ এখনও পর্যন্ত অনেকের ফোন বন্ধ হয়ে গিয়েছে৷ এছাড়াও পরিষেবাও ঠিক মতো আসছে না বহু গ্রাহকের৷ তবে শুধু ফোনের যোগাযোগ নয়, অনেক এলাকায় জল সরবরাহও বন্ধ৷ সাধারণ মানুষের জীবন একেবারে জেরবার৷ একে করোনার দাপটে নাজেহাল মানুষ, তার ওপর এই ধ্বংসলীলায় যেন ধুকতে শুরু করেছে বাংলা৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীর গলাতেও হতাশা ধরা পড়েছে৷ বুধবার রাতে সাংবাদিকের তিনি নিজেই জানান যে বাংলার অবস্থা ভয়াবহ৷ তিনি বলেন যে দক্ষিণবঙ্গ বিশেষ করে দুই ২৪ পরগনার খুবই করুণ অবস্থা৷ পূর্বাভাস অনুযায়ী অনেকটাই ব্যবস্থা নিয়েছিল প্রশাসন, তবে এতটা যে মারাত্মক আকার নেবে এই সাইক্লোন তা কোনও ভাবেই বোঝা যায়নি৷
advertisement
পূর্বাভাসের চেয়েও ভয়াবহ রূপে বাংলায় হাজির হয়েছিল আমফান ৷ প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ২ পরগণা, পূর্ব মেদিনীপুর ও কলকাতার কিছু অংশ ৷ সাইক্লোন আমফানের জেরে দক্ষিণবঙ্গে ঝড়ের বলি ৭ জন ৷ মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকেই জানিয়ে দিয়েছিলেন প্রাথমিক সূত্র থেকে অন্তত ১০ -১২ জনের মৃত্যুর খবর এসেছে ৷ তার মধ্যে এখনও ৭ জনে মৃত্যুর নিশ্চিত খবর মিলেছে ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 21, 2020 9:37 AM IST