Amit Shah targets Mamata Banerjee: 'সাতটার পর মহিলারা বাড়ি থেকে বেরোতে পারবেন না?' নারী নিরাপত্তা নিয়ে মমতাকে নিশানা শাহের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রাজ্য সফরে এসে এ দিন কলকাতায় সাংবাদিক বৈঠকে বাংলায় নারীদের নিরাপত্তা নিয়ে সরব হন অমিত শাহ৷
২০২১-এর বিধানসভা হোক অথবা ২০২৪-এর লোকসভা নির্বাচন৷ তৃণমূলের ভাল ফলের পিছনে অন্যতম বড় কারণ মহিলা ভোটারদের বিপুল সমর্থন৷ কলকাতায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবশ্য দাবি করলেন, তৃণমূল কংগ্রেসের সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য মহিলারা অপেক্ষা করে আছেন৷
রাজ্য সফরে এসে এ দিন কলকাতায় সাংবাদিক বৈঠকে বাংলায় নারীদের নিরাপত্তা নিয়ে সরব হন অমিত শাহ৷ রাজ্য সরকারকে নিশানা করে তিনি বলেন, মহিলাদের নিরাপত্তা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷ সরকারই বলে দিচ্ছে মহিলারা যেন সন্ধে সাতটার পর বাড়ি, হোস্টেল থেকে না বেরোন৷ আমরা কোন জমানায় বাস করছি? এটা কি মুঘল আমল না কি? মমতাজি এটা স্বাধীন ভারত৷ মহিলারা যখন খুশি বাড়ি থেকে বেরোতে পারেন৷ তাঁদের নিরাপত্তা দেওয়াটা আমাদের সাংবিধানিক দায়িত্ব৷ যা দিতে আপনার সরকার ব্যর্থ হয়েছে৷ আরজি কর,দুর্গাপুর, দক্ষিণ কলকাতা আইন কলেজ, কোথাও বোনেরা নিরাপদ নন৷ মহিলারাও এই নিরাপত্তাহীনতার এই অবস্থা দেখে ক্ষুব্ধ হয়ে আছেন৷ তাঁরাও তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার জন্য অপেক্ষা করে আছেন৷
advertisement
শুধু নারী নিরাপত্তা নয়, এ দিন অনুপ্রবেশ থেকে শুরু করে একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারকে নিশানা করেছেন অমিত শাহ৷ তিনি দাবি করেছেন, রাজ্য সরকার জমি না দেওয়াতেই সীমান্তে বেড়া দিতে পারছে না বিএসএফ৷ সেই কারণেই বাংলায় অনুপ্রবেশের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন শাহ৷
advertisement
এর পাশাপাশি তৃণমূল আমলে রাজ্যের একের পর এক দুর্নীতির ঘটনা সামনে আসা নিয়েও সরব হয়েছেন শাহ৷ পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, জীবনকৃষ্ণ সাহাদের নাম নিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, দুর্নীতির বাড়বাড়ন্ত দেখেও আপনি চোখ বন্ধ করে রেখেছেন৷৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Dec 30, 2025 3:34 PM IST








