Amit Shah Rally: অমিত শাহের নেতাজি ইন্ডোরের সভায় এ কী কাণ্ড! মাইকে ঘোষণা, 'ফেরত দিয়ে দিন...', যা ঘটল! চমকে উঠবেন শুনে
- Published by:Suman Biswas
- news18 bangla
- Reported by:PARADIP GHOSH
Last Updated:
Amit Shah Rally: রাজ্য বিজেপির মুখ্য পর্যবেক্ষক সুনীল বনসল মঞ্চে বক্তব্য রাখতে উঠে বলেন, ''এখান থেকে ফেরার পর নীচু তলায় কাজ শুরু করতে হবে। আগামী ৯ জুন ১১ বছর পূর্ণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের।''
কলকাতা: বিজেপির সভায় মোবাইল হারানোর ট্রেন্ড অব্যাহত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতাজি ইন্ডোরের সভাতেও। সঞ্চালক বিধায়ক দীপক বর্মন মাইকে এ নিয়ে ঘোষণাও করেছেন। ‘একাধিক কার্যকর্তাদের মোবাইল মিসিং। কেউ পেলে স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দিন।’ এভাবেই অমিত শাহের সভায় ঘোষণা করতে হল বিজেপি নেতাকে।
এদিকে, রাজ্য বিজেপির মুখ্য পর্যবেক্ষক সুনীল বনসল মঞ্চে বক্তব্য রাখতে উঠে বলেন, ”এখান থেকে ফেরার পর নীচু তলায় কাজ শুরু করতে হবে। আগামী ৯ জুন ১১ বছর পূর্ণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের। সেই কারণে একাধিক কর্মসূচি নেওয়া হবে। চলবে ২১ জুন পর্যন্ত।”
advertisement
advertisement
তিনি জানান, ১০ ও ১১ জুন সব জেলায় প্রথম কার্যক্রম হবে প্রোফেশনাল মিট। যেখানে ডাক্তার, উকিল, পুলিশ সকলে উপস্থিত থাকবে। ১১ জুন বিকশিত ভারতের সংকল্প সভা আয়োজন হবে। ২১ জুন যোগা দিবস পালন হবে মণ্ডলে-মণ্ডলে।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ”৪, ৫, ৬ জুনের মধ্যে বুথ কমিটি তৈরি করে এই প্রক্রিয়া শেষ করতে হবে। তারপর তৈরি করতে হবে মণ্ডল সভা। সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছতে হবে। বাংলায় পরিবর্তন করতে হলে জনসংযোগ প্রয়োজন। তার জন্য কর্মসূচি পালন করতে হবে। আগামী দিনে সকলের শক্তি এক করতে হবে। জুনের মধ্যে সকল বুথ কমিটি, মণ্ডল কমিটি তৈরির প্রক্রিয়া শেষ করতে হবে।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2025 2:06 PM IST