Amit Shah in Kolkata: আর কিছুক্ষণ বাদেই কলকাতায় অমিত শাহ, কী কী কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
- Published by:Debalina Datta
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Amit Shah in Kolkata: দুপুর ১. ১৫ মিনিট নাগাদ কলকাতা এসে পৌঁছাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁকে স্বাগত জানাবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
কলকাতা: ধর্মতলা ভিক্টোরিয়া হাউজের সামনে আজ হচ্ছে বিজেপির জনসভা। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে বিজেপির কর্মী সমর্থকরা আসতে শুরু করেছেন। আর সেই স্বভাবেই প্রায় দেড় ঘন্টারও বেশি সময়সীমা উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলকাতায় আসার আগে বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এক্স হান্ডলে তে পোস্টও করেছেন অমিত শাহ। রাজ্য সরকারের আপত্তি উড়িয়ে সেই জনসভার ইতিমধ্যেই অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই সভায় যোগ দিতে কলকাতায় আজ আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তাঁর কর্মসূচি বা সফরের বিস্তারিত ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। জানা গেছে শুধুমাত্র বিজেপির ওই সভাতেই যোগ দিতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সভায় যোগ দিয়ে আবার বিকেলবেলা তিনি ফিরে যাবেন। সফরসূচি অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এদিন সকালে এগারোটার সময় দিল্লি থেকে বায়ু সেনার বিশেষ বিমানে রওনা দেবেন কলকাতা বিমানবন্দরের জন্য। দুপুর ১টা ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তারপর সেখান থেকে বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারে করে রেসকোর্স ময়দানে এসে পৌঁছাবেন দুপুর ১:৩৫ মিনিট নাগাদ।
advertisement
আরও পড়ুন – Mobile Number Suspend: এক ধাক্কায় ৭০ লক্ষ নম্বর জাস্ট বাতিল, কার কার নম্বর এল এই আওতায়
advertisement
রেসকোর্স ময়দানে পৌঁছে তারপর সড়কপথে ধর্মতলার জনসভা স্থলে দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ পৌঁছাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ১টা ৪৫ মিনিট থেকে বিকেল ৩টা পনেরো মিনিট পর্যন্ত ধর্মতলার সভাস্থলেই থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর দুপুর তিনটা কুড়ি মিনিট নাগাদ রেসকোর্স ময়দান থেকে হেলিকপ্টারে করে কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ। দুপুর ৩.৪৫ মিনিট নাগাদ বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আপাতত এই সফরসূচী পাঠানো হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
ধর্মতলার বিজেপির সভা নিয়ে প্রথমে এই সভায় অনুমতি দিতে চাইনি কলকাতা পুলিশ। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ বিজেপির এই সভার অনুমতি দিলেও রাজ্য সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করে। যদিও রাজ্য সরকারের আপত্তি থাকলেও সিঙ্গেল বেঞ্চের নির্দেশকেই বহাল রাখে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনার শিকার হওয়া রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বঞ্চিতদের নিয়ে এসে সভার ডাক দিয়েছে বিজেপি। আর সেই সভায় দেড় ঘণ্টা থাকতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
advertisement
Somraj Bandopadhay
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 29, 2023 11:38 AM IST