Amit Shah: মহালয়ার পরদিনই কলকাতায় অমিত শাহ, বঙ্গ বিজেপি'র নতুন রাজ্য কমিটি ঘোষণা ঘিরে জল্পনা তুঙ্গে

Last Updated:

অন্দরমহলের খবর, শাহ রাজ্যে আসার আগেই প্রকাশ্যে আসতে চলেছে বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি

কলকাতায় আসছেন শাহ
কলকাতায় আসছেন শাহ
কলকাতা: মহালয়ার পরদিনই কলকাতায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের আগমনকে ঘিরে নড়েচড়ে বসেছে বঙ্গ বিজেপি। অন্দরমহলের খবর, শাহ রাজ্যে আসার আগেই প্রকাশ্যে আসতে চলেছে বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সম্ভবত নিজের নতুন টিমের সদস্যদের নাম ঘোষণা করবেন খুব শিগগিরই। সূত্রের দাবি, নতুন রাজ্য কমিটি গঠনের পর অমিত শাহের সঙ্গে বৈঠকেরও পরিকল্পনা করছে বঙ্গ বিজেপি। শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে দলের সাংগঠনিক দিক নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে চান শমীক ভট্টাচার্য।
নতুন কমিটিকে কেন্দ্র করে তীব্র জল্পনা তৈরি হয়েছে বিজেপি মহলে। বিশেষ করে সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে বিস্তর আলোচনা। বর্তমানে রাজ্য সাধারণ সম্পাদক পদে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মণ, অগ্নিমিত্রা পাল এবং জ্যোতির্ময় সিং মাহাতো। শেষ মুহূর্তের খবর অনুযায়ী, এঁদের মধ্যে অন্তত তিনজন বাদ পড়তে পারেন নতুন টিম থেকে। পাশাপাশি সহ-সভাপতি এবং সম্পাদক পদ থেকেও একাধিক নেতার নাম কাটা পড়তে চলেছে। অন্যদিকে, শমীকের টিমে একাধিক ‘পুরনো’ নেতাকে নতুন দায়িত্বে আনা হবে বলেও খবর। জেলা নেতৃত্বেও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সূত্রের খবর, অন্তত ১০ জন জেলা সভাপতিকে বদল করতে চলেছে বিজেপি। যদিও সুকান্ত মজুমদারের আমলে ৪৩ সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচিত হয়, পরবর্তীতে শমীক দায়িত্ব নেওয়ার পর চারটি জেলার সভাপতির নামও ঘোষণা করা হয়। কিন্তু কয়েকজন জেলা সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ জমা পড়েছিল শমীক ভট্টাচার্যের কাছে। সেই অভিযোগ খতিয়ে দেখে জেলা নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
advertisement
পুজোর পরই জেলা সভাপতিদের তালিকায় বড়সড় রদবদল হতে পারে বলে দলীয় সূত্রে খবর। তবে সদ্য নির্বাচিত জেলা সভাপতিদের পরিবর্তন করতে গেলে শীর্ষ নেতৃত্বের অনুমতি নিতে হবে, সে দিকেই এখন তাকিয়ে বঙ্গ বিজেপি। সব মিলিয়ে, মহালয়ার পর কলকাতায় অমিত শাহের সফর শুধু দুর্গাপুজোর উদ্বোধন নয়, বঙ্গ বিজেপির সাংগঠনিক সমীকরণে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah: মহালয়ার পরদিনই কলকাতায় অমিত শাহ, বঙ্গ বিজেপি'র নতুন রাজ্য কমিটি ঘোষণা ঘিরে জল্পনা তুঙ্গে
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গে দুর্যোগ চলবে ! কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের? জেনে নিন
উত্তরবঙ্গে দুর্যোগ চলবে ! কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের? জেনে নিন
  • উত্তরবঙ্গে দুর্যোগ চলবে !

  • কলকাতা-সহ দক্ষিণে বৃষ্টির বিরতি কত দিনের?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement