নেতাজি সম্পর্কে বিশদে পড়তে হবে! জাতীয় গ্রন্থাগারের অনুষ্ঠানে অমিত শাহের বার্তা যুবাদের উদ্দেশে

Last Updated:

এছাড়াও এদিন তিনি সাইকেল র‍্যালির সূচনাও করেন। স্বাধীনতা সংগ্রামের সময়ে বাঙালি শহিদ বিপ্লবীদের উৎসর্গ করেই এই র‍্যালির কথা ঘোষণা করেন তিনি। তিনটি ভাগে হবে এই সাইকেল র‍্যালি।

#কলকাতা: জাতীয় গ্রন্থাগারের অনুষ্ঠানে ফের নেতাজিকেই স্মরণ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলা ভালো বিধানসভা ভোটের প্রচারে বাঙালির মন জয় করতেই ফের নেতাজিকেই বেছে নিলেন তিনি। নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন বিভিন্ন বড় কর্মসূচির মাধ্যমে উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। এদিনও জাতীয় গ্রন্থাগারের মঞ্চে অমিত শাহ আরও কিছু পরিকল্পনার কথা ঘোষণা করলেন।
এছাড়াও এদিন তিনি সাইকেল র‍্যালির সূচনাও করেন। স্বাধীনতা সংগ্রামের সময়ে বাঙালি শহিদ বিপ্লবীদের উৎসর্গ করেই এই র‍্যালির কথা ঘোষণা করেন তিনি। তিনটি ভাগে হবে এই সাইকেল র‍্যালি। নেতাজি সুভাষচন্দ্র বসু , রাসবিহারী বসু ও বাংলার শহিদদের জন্মভিটেতে এই সাইকেল র‍্যালি যাবে।
এদিন বার বার তরুণ প্রজন্মের উদ্দেশে বার বার নেতাজিকে স্মরণ করিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন যুবাদের নেতাজির জীবন ও অবদান সম্পর্কে বই পড়া উচিত। তিনি বলছেন, ওনার জীবনের যাত্রা আপনাদের সকলকে অনুপ্রেরণ জাগাবে। সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন বড় করে উদযাপন করার যে সিদ্ধান্ত মোদি নিয়েছেন তা দেশে বড় পরিবর্তন আনবে।
advertisement
advertisement
এদিন অমিত শাহ বার বার মনে করিয়ে দিয়েছেন নেতাজির অবদান সম্পর্কে। তিনি বলেছেন নেতাজির অবদান ভোলার নয়। এছাড়াও পাশাপাশি শহিদ ক্ষুদিরামের অবদান সম্পর্কেও কথা বলেছেন অমিত শাহ। দেশের সেবায় স্বাধীনতা সংগ্রামী শহিদরা কী ভাবে নিজেদের নিমজ্জিত করেছিলেন সেই কথা স্মরণ করিয়েছেন তিনি। যুব সম্প্রদায়কেও দেশের জন্য কাজ করার বার্তা দিয়েছেন তিনি।
advertisement
প্রসঙ্গত, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি। সেদিনও তিনি মনে করিয়ে দিয়েছিলেন নেতাজির অবদান সম্পর্কে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
নেতাজি সম্পর্কে বিশদে পড়তে হবে! জাতীয় গ্রন্থাগারের অনুষ্ঠানে অমিত শাহের বার্তা যুবাদের উদ্দেশে
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement